![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন এক ছেলে।রাজনীতি নিয়ে মাথা ব্যথা নেই। তবে রাজাকার দেখলে থুথু মারতে ইচ্ছে করে।
গতকাল সিটি সার্ভিসে করে ভার্সিটিতে যাচ্ছিলাম।সাথে ছিল সেমিষ্টার ফ্রি এর ২২০০০ টাকার মত।আমি বোকার মত কোন খেয়াল না রেখেই উঠলাম সিটি বাসে। অনেক জ্যাম ছিল।এই জ্যামে উঠা উচিত হয় নি।যখন গাড়ি থেকে নামবো তখন যাত্রিরা নামার আগেই কিছু যাত্রি উঠতে শুরু করল।ফলে সামনে জ্যাম লেগে গেল।আমি প্রথমে খেয়াল করলাম না।কেউ আমার পকেটে হাত দিচ্ছে।ধরার চেষ্টা করলাম।কিন্তু পকেট মার এত চতুর যে খুব দ্রুত হাতটা কোন দিকে নিল বুঝতেই পারলাম না।
এরা যা করে:
১।প্রথমেই একটা জ্যাম সৃষ্টি করার চেষ্টা করে।এই জ্যামের ভিতরেই কাজ সারে।
২।এরা সাধারণত নামার বা উঠার সময় কাজটা করে থাকে। কারণ আপনার তখন ধ্যান-জ্ঞান হয় বাসে উঠার দিকে না হয় নামার দিকে।
৩।এরা সাধারণত দল বেধেঁ থাকে।একজনে কাজটা সারলে সাথে সাথে আরেক জনের কাছে ট্রান্সপার করে দেয়।
৪।এরা প্রথমে আপনাকে ধাক্কা দিবে।এর পর সরি বলে আপনার মনযোগ অন্যদিকে রাখবে।এই সময়ে এদের অন্য সদস্য আপনার পকেট সাইজ করবে।
৫।অনেক সময় এদের সাথে বাসের হেল্পার,চালকদেরও যোগসূত্র থাকে।
১৩ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৬
মাঈনুদ্দিন বলেছেন: না ভাই কাজটা করতে পারে নি।আমার ভাগ্যটা ভালো ছিল।
২| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১০
উদাস কিশোর বলেছেন: কাজ ক্যামনে করে শিখলাম ।
খাড়ান আমি একটা পকেট কাটিং দল বানামু
১৭ ই জুন, ২০১৪ রাত ১০:৩২
মাঈনুদ্দিন বলেছেন: ভাই.আপনে কাজ শিখছেন।অনেকে কাজের ধরন শিখছে।ফলে সাবধান হতে পারবে।তো কাজ করতে গিয়ে আবার গণধোলাইতে না পড়ে যান।
৩| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৭
বেকার সব ০০৭ বলেছেন: আপনার ভাগ্য ভাল টাকা নিতে পারে নাই
৪| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
সুমন কর বলেছেন: সাবধানে উঠবেন ও নামবেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৬
দালাল০০৭০০৭ বলেছেন: পকেট কি মেরে দিয়েছিল?