নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেই সুরাসুর।

মাঈনুদ্দিন

আমি খুব সাধারন এক ছেলে।রাজনীতি নিয়ে মাথা ব্যথা নেই। তবে রাজাকার দেখলে থুথু মারতে ইচ্ছে করে।

মাঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের প্রথম কাল্পনিক প্রেসিডেন্ট

২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩৮



বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় খালেদা জিয়া দাবি করেন,জিয়াউর রহমান দেশের প্রথম প্রেসিডেন্ট।খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা হিসেবে সম্মাননা দেওয়া হয়।

খালেদা জিয়ার বক্তব্যে যে বিষয়গুলো উঠে এসেছে:

১।জিয়াউর রহমানের ঘোষনা রেডিওতে প্রচার হওয়ার পরই মানুষ অস্ত্র তুলে নিয়েছে।



→৫২ থেকে ৭১ পর্যন্ত বাঙালি জাতিকে যারা ঐক্যবদ্ধ করেছে,যারা বাংলাদেশের মুক্তির জন্য লড়াই করে গেছে,যারা বার বার জেল-জুলুম সহ্য করে স্বাধীন বাংলার স্বপ্ন বুনেছে মানুষের মনে, তাদের তালিকায় ৭১ এর ২৬ মার্চের রেডিওতে বঙ্গবন্ধুর ঘোষনা পাঠ করা জিয়া নেই,এটাই ইতিহাস।বাংলার মানুষ বঙ্গবন্ধু থেকে তাদের করণীয় কী তার সংকেত পেয়ে গেছে ৭ ই মার্চের ভাষনের মাধ্যমেই।

..................................

২।বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

→হাসলে নাকি মন ভালো থাকে,তাই মাঝে মাঝে হাসির উপাদান দেওয়ার জন্য বিএনপি কে ধন্যবাদ।

..................................................

৩।বক্তব্যের এক পর্যায়ে খালেদা জিয়া বলেন, মুক্তিযুদ্ধ শেষে জিয়াউর রহমান বলেননি তিনি রাষ্ট্রপতি হবেন।তিনি যথাযথ দায়িত্ব পালন করেছেন। পরে মানুষই সময়ের প্রয়োজনে জিয়াকে রাষ্ট্রপতির দায়িত্বে বসিয়েছে।

→দেখছেন মানুষগুলা কত্তত্ত খারাপ,প্রয়োজনেই শুধু জিয়াকে ডাকে।ও আচ্ছা!মানুষ জিয়াকে রাষ্টপ্রতির দায়িত্বে বসায় নি,জিয়াই ক্ষমতাটা দখল করে রাষ্টপতি হয়েছে।

.....................................................

৪।মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়েও এক ধরনের সংশয় প্রকাশ করেন বিএনপির চেয়ারপারসন। তিনি বলেন, ‘তারা বলে ৩০ লক্ষ শহীদ হয়েছে। আমরা জানি না সত্য কী?’

→টিনের চালে কাক,আমরা তো অবাক!জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা (একমাত্র বিএনপির মতে) দিলে সেই দলের চেয়ারপারসন জানে না মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা কত।জিয়াউর রহমান কী কখনও ওনাকে বলে যান নি।সময় কইরে ভাই,ক্ষমতা যেতে হবে না।আপনারা ২ বার ক্ষমতায় ছিলেন,প্রকৃত সংখ্যাটা একটু জানানো দরকার ছিল না?

..............................................

৫।বিদেশিদের সম্মাননায় মনে হয় দেশের মানুষ যুদ্ধ করেনি।

→বিদেশী বন্ধুদেরকে সম্মাননা দেওয়া মানে দেশের মানুষ যুদ্ধ করেনি,নতুন এক ব্যাবকরণ শিখলাম।তাদেরকে সম্মাননা দেওয়া মানে আমরা তাদের অবদানের জন্য তাদের কাছে কৃতজ্ঞ,যারা আমাদের সাথে থেকে আমাদেরকে সাহায্য করেছে,তাদের অবদানকে স্বীকার করা।তবে আগে আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের পুর্নবাসনটা জরুরি।

..................................................

৬।তিনি বলেন, এজন্যই তাঁরা এই সম্মাননার আয়োজন করেছেন, যেখানে এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে, যাঁদের নামও অনেকে জানে না।

→জ্বি,সেইটা আমরাও জানি।যেমন দেশের প্রথম প্রেসিডেন্টর নামও আমরা জানতাম না,সেইটা এই আয়োজনের মাধ্যমে জানলাম।

................................................................

৭।মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তের একদিনের বর্ণনা দিয়ে খালেদা জিয়া বলেন, সেদিন আবদুল কাদের নামের একজন হাবিলদার দৌড়ে এসে জিয়াউর রহমানের খোঁজ করলেন। জিয়া তখন বাসায় ছিলেন না। তিনি জানালেন, পাকিস্তানি সেনা কর্মকর্তারা বাঙালি সেনা সদস্যদের বলছে অস্ত্র জমা দিয়ে দিতে। খালেদা জিয়া বলেন, ‘আমি কিছু জানি না। তখন আমি শুধু বললাম, স্যার না আসা পর্যন্ত অস্ত্র জমা দেবেন না। হয়তো বা এ কথা কাজে লেগেছে।’

→আমরা তো এখন টেনশনে আছি,স্বাধীনতার ঘোষনা আপনে দিয়ে দিয়েছিলেন নাকি!!!আপনে নিশ্চই এইভাবে বলেছিলেন,এবারের সংগ্রাম স্যার না আসা পর্যন্ত অস্ত্র জমা না দেবার সংগ্রাম।

...................................................

৮।আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের দল বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয় দাবি করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘তাদের অবদানও আমরা ছোট করে দেখি না। তারা মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে।’

→আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা যুগিয়েছে। আর বিএনপি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছে,নেতৃত্ব দিয়েছে।হি হি হি হি হি হি

.......................................................

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৮

মুদ্‌দাকির বলেছেন: "জিয়া বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট" ব্যাপারটা হাস্যকর এবং অত্যন্ত মোটা মাথা থেকে বের হওয়া উক্তি !!!!! যারা এই রূপ মনে করেন তাদের চিকিৎসা দরকার !!!

২| ২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২২

লাতি বলেছেন: আসলে তারেক রহমান সত্য কথাটি বলেছেন, তবে তিনি একটি শব্দ কম উল্লেখ করেছেন ------ তারেক রহমানের উচ্চারিত পূর্ণ বাক্যটি ছিল আসলে এই রকম---
( জিয়াউর রহমান ছিল বাংলাদেশের প্রথম অবৈধ প্রেসিডেন্ট)
তারেক রহমান ভুলে অবৈধ শব্দটি উল্লেখ করেন নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.