নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেই সুরাসুর।

মাঈনুদ্দিন

আমি খুব সাধারন এক ছেলে।রাজনীতি নিয়ে মাথা ব্যথা নেই। তবে রাজাকার দেখলে থুথু মারতে ইচ্ছে করে।

মাঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

র্যাব! মাথা ব্যাথার এক কারণ।

১৪ ই মে, ২০১৪ রাত ১১:৪৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,খালেদা জিয়া র্যাবকে এখন আর ব্যবহার করতে পারছে না,তাই র্যাব বিলুপ্তির কথা বলছে।কথাটা পুরোটাই সত্য(তবে...)।খালেদা জিয়ার সময় র্যাব গঠন করা হয় আইন-শৃঙ্খলা রক্ষার নামে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা-ক্রসফায়ার করার জন্য।তখন র্যাব অপারেশন ক্লিনহার্ট পরিচালনা করে বিরোধী অনেক নেতা কর্মীকে হত্যা করে।এখন শেখ হাসিনাও র্যাবকে একই কাজে ব্যবহার করছেন।বিরোধী শক্তির নিঃশেষে র্যাব যেন এক নির্ভরযোগ্য অস্ত্র।সে অস্ত্র কে বা চাইবে হাত ছাড়া করতে।এখানে খালেদা-হাসিনা দুইজনই সমান অপরাধী।যেখানে র্যাব জন্মগ্রহন করেছে হত্যা করার উদ্দেশ্যে সেখানে র্যাব কীভাবে হত্যা না করে থাকতে পারে।তাই র্যাবকে বিলুপ্ত না করলেও এখনই যদি র্যাবের কার্যক্রম সঠিকভাবে তদারকি করা না হয়,র্যাবকে নিজেদের স্বার্থে ব্যবহার না করে দেশের স্বার্থে ব্যবহার না করা হয়,তবে অচিরেই র্যাব রক্ষীবাহিনীর মত রূপ ধারণ করবে।

বঙ্গবন্ধুর রক্ষীবাহিনী গঠন করার উদ্দেশ্য খারাপ ছিল, কেউ সেটা বুকে হাত দিয়ে বলতে পারবে না।তবে রক্ষীবাহিনীর উপর বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণ না থাকাটা তার জন্য কাল হয়ে দাড়িয়েছিল।রক্ষীবাহিনীর অত্যাচার মানুষকে বঙ্গবন্ধুর প্রতি আরো অনিহা সৃষ্টি করেছিল।যার ধরুন বঙ্গবন্ধুর হত্যার পর অনেকে খুশিও হতে শুনা যায়।

তাই অচিরেই র্যাবকে বিরোধী শক্তি দমনের হাতিয়ার না বানিয়ে সঠিক পথে পরিচালনা না করলে তা সরকারের জন্য কাল হয়ে দাড়াবে।কারণ কেউ ক্ষমতায় চিরস্থায়ী নয়।আপনাদেরকে আবার বিরোধী দলে যেতে হবে আজ না হলে কাল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.