![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন এক ছেলে।রাজনীতি নিয়ে মাথা ব্যথা নেই। তবে রাজাকার দেখলে থুথু মারতে ইচ্ছে করে।
ইসরায়েল ফিলিস্তান থেকে সৈন্য সরিয়ে নিয়েছে,এ্ইটা সস্তিদায়ক হলেও আনন্দের নয়।বরং তখনই আনন্দের সংবাদ হতো যদি ফিলিস্তানিরা ইসরায়েলের সাথে পাল্টা আক্রমনে যেতে পারতো এবং আরো কিছু প্রাণের বিনিময়ে হলেও যদি ফিলিস্তান পূর্ণস্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হতে পারতো।এর কারণ ইসরায়েল আবারও ফিলিস্তানে আক্রমণ করবে হামাসের দোয়াই দিয়ে।ইসরায়েল আকাশ এবং স্থলপথের হামলায় ফিলিস্তানের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে ফিলিস্তানের বেশ সময় লাগার কথা।ফিলিস্তান যখন এই ক্ষত কাটিয়ে উঠবে ইসরায়েল তখনই আবার আক্রমন করবে,অথার্ৎ ফিলিস্তানিদের তারা একেবারে শেষ না করে নিজের দাস বানাতে অর্থনৈতিকভাবে ফিলিস্তানকে ধ্বংস করবে।
২| ০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:২২
সচেতনহ্যাপী বলেছেন: না ভাইই এটা একটা অসম্ভব ভাবনা। ফিলিস্তিন এত সহজে মুক্ত হবে না।।
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৮
মাঈনুদ্দিন বলেছেন: কেন আপনার এই রকম মনে হচ্ছে?
৩| ০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:২৪
তৌফিক মাসুদ বলেছেন: সৈন্য থাকুক আর নাই থাকুক ওরা হত্যা করা থামাবে না। ওরা এক বছরে না পারলেও দশ বছরে গাজা দখল করবে।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৩:২২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ঐ জায়গাটাতে সবসময়েই কিছু না কিছু হানাহানি গন্ডগোল লেগেই ছিল, আছে , থাকবে। ইসরায়েলী ক্ষমতালিপ্সু নির্দয় রাজনীতির বলী হতে মাঝ থেকে সবসময়েই প্রাণ দেবে নিরীহ ফিলিস্তিনের মানুষজন।