নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেই সুরাসুর।

মাঈনুদ্দিন

আমি খুব সাধারন এক ছেলে।রাজনীতি নিয়ে মাথা ব্যথা নেই। তবে রাজাকার দেখলে থুথু মারতে ইচ্ছে করে।

মাঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

ছেলেমেয়েরা লেখাপড়া শিখে উন্নত হোক

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০২

মাননীয় প্রধানমন্ত্রী,
আমরাও চাই আমাদের দেশের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে উন্নত হোক, শিক্ষিত হোক। তবে সেই শিক্ষা যেন হয় প্রকৃত শিক্ষা। আপনারা পাবলিক পরীক্ষায় প্রশ্ন-পত্র ফাঁস ঠেকাতে পারছেন না, সেই ব্যর্থতা আপনাদের। শুধু পাবলিক পরীক্ষার আয়োজন করে পাশের হার বাড়ালে হবে না। শিক্ষার্থীরা আজ ছোটকাল থেকে প্রশ্ন-পত্র ফাঁসের সাথে জড়িয়ে যাচ্ছে। ফলে এইসব শিশু নৈতিকভাবে কতটুকু শিক্ষিত হবে তা খুবই চিন্তার বিষয়।

বাস্তব একটা গল্প:
গত মাসে পঞ্চম শ্রেণির আমার এক শিক্ষার্থীর মা অভিযোগ দিল ছেলে বাসায় পড়ে না। আমি ওকে জিঞ্জেস করতে সে উত্তর দিল- স্যার আমি পরীক্ষার আগের দিন পড়ব! আমি বললাম তুমি কি এতে ভালো ফলাফল করতে পারবা? সে বলল স্যার পরীক্ষার আগে তো প্রশ্ন পাই যাবো।
আমি তাজ্জব, এইটুকুন বাচ্চা কি বা বোঝে। কোথায় থেকেই বা সে প্রশ্ন পাবে। তবে তার বদ্ধমূল ধারনা সে প্রশ্ন পাবে আর তাতে সে পরীক্ষার আগের দিন পড়েই খুব ভালো ফলাফল করবে। আমি জানি না এই ছেলে বড় হয়ে হয়তো শিক্ষিত হবে, তবে সে গোড়া থেকে যে অপরাধগুলা শিখে যাচ্ছে তা তার জীবনে যদি লালন-পালন করে তাহলে চিন্তা করুন আমাদের শিক্ষিত জনগোষ্ঠী কতটা দুর্নীতিগ্রস্থ হবে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৫

ইমরাজ কবির মুন বলেছেন:
২০১২ এ ৫ এর এক স্টুডেন্টকে মনের মাধুরী মিশায়ে পিটায়ে পাটায়ে পিএসসিতে সব বিষয়ে এ+ আর #১ সরকারী স্কুলে টিকাইতে পারসিলাম।ভাগ্যিস তখনো প্রশ্ন ফাঁস হওয়ার চর্চা শুরু নাই, নয়তো ধুনতে পারতাম না !

২| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ইমরাজ কবির মুন,

বাচ্চাদের পিটানো খারাপ।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা,

বাচ্চা না পিটাইলে মনে উষ্কুখুষ্কু লাগে- মনের অশান্তি আরো বেশী খারাপ।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@ইমরাজ কবির মুন,

গেট সাম মেডিকেশন।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা,

প্রেসক্রাইভ মি সাম দেন, ওয়াচ

৬| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@ইমরাজ কবির মুন,

হুম, হিউম্যান ব্রেইন ক্যান্ট ফোকাস অন টু থিংস অ্যাট দ্যা সেইম টাইম।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪১

ইমরাজ কবির মুন বলেছেন:
@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা,

৮| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

মাঈনুদ্দিন বলেছেন: আসলে কিন্তু পিটা-পিটি করেও কিছু হবে না। আপনাকে ছাত্র-ছাত্রীর গভীরে প্রবেশ করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.