নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেই সুরাসুর।

মাঈনুদ্দিন

আমি খুব সাধারন এক ছেলে।রাজনীতি নিয়ে মাথা ব্যথা নেই। তবে রাজাকার দেখলে থুথু মারতে ইচ্ছে করে।

মাঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

আমার ভালোবাসা দিবস

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৭

আজকে তেমন কোন কাজ ছিল না। কাল রাতেই পরিকল্পনা করে ঘুমালাম যে আজ কোথায়ও যাবো না। তাই ঘুম থেকেই উঠলাম একটু দেরি করে। দুপুর ১২ টায় যখন বন্ধু‍রা ফোন দিয়ে বলল আজ সারাদিন রাস্তায় হাঁটব, হাবি-জাবি খাব.... আর মনের সুখে গান গাইব। বের তো হওয়া লাগে! বের তো হতে হবে!



গন্তব্যহীন যাত্রা, ছোট-খাটো পিকনিক....অনেকের অজানা কিন্তু চোখের সামনের একটা জায়গায় ঘুরে আসলাম।



আজ হয়তো কোনো প্রেমিক তার প্রেমিকার জন্য একগুচ্ছ গোলাপ হাতে দিয়ে বলেছে সে কতটা ভালোবাসে। হয়তো কোনো যুগল বুনেছে আগামির স্বপ্ন। হয়ত কোনো যুগল ডুবেছে উষ্ণ চুম্বনে।



কয়জন পেরেছে বন্ধুত্বের ভালোবাসায় নিজেকে সিক্ত করতে। পৃথিবীতে প্রেমিক প্রেমিকাকে ছেড়ে গেছে তুচ্ছ কারণে, কিংবা প্রেমিকা প্রেমিককে। সামান্য চাওয়া-পাওয়ায় অমিল হলে ভেঙ্গেছে অনেকের ভালোবাসার সম্পর্ক। কিন্তু একমাত্র বন্ধুত্বের ভালোবাসাটাই থেকে গেছে চিরকাল। বন্ধুই বোঝে বন্ধুর কষ্ট, বন্ধুই বোঝে বন্ধুর দুঃখ, বন্ধুই সঙ্গী হয় বন্ধুর সুখের। বন্ধুত্বের মাঝে নেই কিছু লুকাবার, নেই কোনো ফরমালিটির।



তাই এই ভালোবাসা দিবসে একটাই প্রত্যাশা টিকে থাক সকল বন্ধুদের_ভালোবাসা‬।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.