![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন এক ছেলে।রাজনীতি নিয়ে মাথা ব্যথা নেই। তবে রাজাকার দেখলে থুথু মারতে ইচ্ছে করে।
আমি চট্টগ্রাম থাকি। বিবিএ শেষ করলাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে। আমার এস.এস.সি ও এইচ.এস.সি দুটাই চট্টগ্রাম।
এখন চিন্তায় আছি এম.বি.এ নিয়ে।
পরিবার থেকে চাচ্ছে ঢাকায় এম.বি.এ করি। আইবিএ না হলেও ঢাকা বিশ্ববিদ্যালের ইভেনিং এম.বি.এ তে ভর্তী হতে বলছে। আমার যতটুকু প্রিপারেশন আছে আশা করছি টিকে যাব ইভেনিং এ। এখন আমি বুঝতে পারছি না চট্টগ্রাম ছেড়ে যাওয়া উচিত হবে কিনা।
এইরকমটা দ্বিধা দ্বন্দ্বে পড়ার কারণ-
১। আমি এখন চট্টগ্রামে বন্ধুদের সাথে মিলে একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় কারানো চেষ্টা করছি। অনলাইন শপিং।
২। আমি এখন নিজের খরচটা নিজেই বহন করি। দুটা টিউশন থেকে ১৫ ০০০ টাকার মত পাই। যেটা দ্ধারা আমার খরচ চলে যাচ্ছে।
৩। ঢাকার নতুন পরিবেশে আমি নিজেকে কতটুকু মানিয়ে নিতে পারব, তা বুঝতে পারছি না।
৪। আইবিএ এর এমবিএ হলে আমার আপত্তি থাকত না, কিন্তু ইভেনিং এমবিএ করলে আমি জব ক্ষেত্রে কতটুকু সুবিধা পাব বুঝতেছি না।
৫। এই সময়ে যদি আমি চট্টগ্রাম বিশ্বাবিদ্যালয়ের ইভেনিং এম.বি.এ টা করি সাথে সাথে যে দুটা টিউশন আছে তা চালিয়ে যাই এবং বন্ধুদের সাথে বিসনেসটা নিয়ে আরেকটু জোর দিই, কেমন হবে?
আমরা ৫ জন পাটর্নার। এর মধ্যে ডিসসিশনটা আমি এবং আরেকজনকেই বেশী নিতে হয়।
৬। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমবিএ এর পাশাপাশি আমি জব কোর্সটা করলে এবং সরকারি জবগুলোতে চেষ্টা করে যেতে থাকলে ভালো হবে কিনা, নাকি সবছেড়ে ঢাকায় চলে যাওয়া বেটার হবে। সত্যিই বুঝতে পারছি না্ ।
আমাকে একটু সাহায্য করুন।
১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪
মাঈনুদ্দিন বলেছেন: ঢাকার বাতাস মোটামুটি বেশী দুষিত। সহমত।
২| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩১
নিমগ্ন বলেছেন: স্টাডির জন্য ঢাকা বেস্ট। আপনি হুট করে আসলে বিপদে পড়ে যাবেন। অনলাইন আর্নিংয়ের যে ব্যপারটা আছে সেটা দিয়ে যদি চালিয়ে নিতে পারেন তবে তো ভালই।
আফটার অল ঢাকাই বেটা যদি খরচটা চালিয়ে নিতে পারেন।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪২
বিপরীত বাক বলেছেন: চট্টগ্রামেই থাকুন।। এক জায়গাতে দলা না পাকিয়ে সবকিছুতে বিকেন্দ্রীকরণ দরকার।।
ঢাকায় আসলে আপনাকে সবকিছু নতুন করে শুরু করতে হবে।।
আর তাছাড়া ওখানে আপনি সবকিছু গুছিয়ে এনেছেন।।
৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:২০
মোঃ তানজীম বলেছেন: আমার মনে হয় চট্রগ্রাম থাকাই ভালো হবে
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৮
চাঁদগাজী বলেছেন:
বলা মুশকিল; ছোট দেশ, পড়ালেখা সব যায়গায় সমান। ঢাকায় কি আপনি এত টাকা আয় করতে পারবেন?
ঢাকার মানুষ চট্রগ্রামের মানুষ থেকে কম দয়ালু ও কম সৎ; ঢাকার বাতাস মোটামুটি বেশী দুষিত