নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেই সুরাসুর।

মাঈনুদ্দিন

আমি খুব সাধারন এক ছেলে।রাজনীতি নিয়ে মাথা ব্যথা নেই। তবে রাজাকার দেখলে থুথু মারতে ইচ্ছে করে।

মাঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

যাদের এই গানের লিরিক্স শুনার পরও গাঁ শিউরে উঠে না তাদের সমস্যা আছে।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

পারছিনা আর সইতে মাগো আমি এ যন্ত্রণা,
মন চাইছে ঠিক বলে দেই মুক্তির আস্তানা
আঙ্গুলগুলো অবশ ভীষণ একটিও নেই নখ
হয়তো আজই টর্চার সেলে তুলেই নেবে চোখ।

স্বাধীন হলো বাঙলা তবু মায়ের চোখে জল
কোথায় আমার আজাদ তোরা কেউতো এসে বল
জ্বলছে আগুন বুকে, নিয়ে স্বাধীনতার সাধ
ফিরেছিস যারা বীরের বেশে তোরাই তো আজাদ।

পারছিনা আর সইতে মাগো বিষ কি কোথাও নাই?
মুক্তির খোঁজ কি করে দেই? ওরাও আমার ভাই।
তোমার মাখানো ভাতের সে স্বাদ এখনো ভুলিনি মাগো,
ভাতের থালা সামনে নিয়ে এখনো কি রাত জাগো ?

এই ছিলো মোর জাদুধনের মুখের শেষ বুলি
খুঁজে পাইনি আজও তারে, কোথায় গিয়েছে বলি?
পেরিয়ে গিয়েছি কত অশ্রুতে গাঁথা রাত
আমি সেই মা আজও বেঁচে আছি, হারিয়ে গেছে আজাদ।

স্বাধীন হলো বাঙলা তবু মায়ের চোখে জল
কোথায় আমার আজাদ তোরা কেউতো এসে বল।
জ্বলছে আগুন বুকে, নিয়ে স্বাধীনতার সাধ
ফিরেছিস যারা বীরের বেশে তোরাই তো আজাদ।

ঘুমহারা চোখে কতনা রাত কাটিয়েছি তোর শোকে,
লাল সবুজে সাজানো ডদেশ তবুও এঁকেছি বুকে।
কত আজাদের ঋণে গর্বিত এই মাটি
তাদেরই রক্তে স্বাধীন স্বদেশে মাথা উঁচু করে হাঁটি।

স্বাধীন হলো বাঙলা তবু মায়ের চোখে জল
কোথায় আমার আজাদ তোরা কেউতো এসে বল।
জ্বলছে আগুন বুকে, নিয়ে স্বাধীনতার সাধ
ফিরেছিস যারা বীরের বেশে তোরাই তো আজাদ।

পারতেই হবে সইতে মাগো যত দিক যন্ত্রণা
কিছুতেই আমি জানতে দেবনা মুক্তির আস্তানা,
আঙ্গুলগুলো অবশ ভীষণ একটিও নেই নখ
হয়তো আজই টর্চার সেলে তুলেই নেবে চোখ।

স্বাধীন হলো বাঙলা তবু মায়ের চোখে জল
কোথায় আমার আজাদ তোরা কেউতো এসে বল
জ্বলছে আগুন বুকে, নিয়ে স্বাধীনতার সাধ
ফিরেছিস যারা বীরের বেশে তোরাই তো আজাদ......।

কথাঃ তানজিল রহমান
অবসকিওর
শুনতে ক্লিক করুন: https://soundcloud.com/71guerilla/pmbqcfmyk4km

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

জনম দাসী বলেছেন: স্বাধীন হলো বাঙলা তবু মায়ের চোখে জল
কোথায় আমার আজাদ তোরা কেউতো এসে বল
জ্বলছে আগুন বুকে, নিয়ে স্বাধীনতার সাধ
ফিরেছিস যারা বীরের বেশে তোরাই তো আজাদ.


ভালো লাগা রেখে গেলুম। শুভ কামনার সাথে দোয়া ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.