নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেই সুরাসুর।

মাঈনুদ্দিন

আমি খুব সাধারন এক ছেলে।রাজনীতি নিয়ে মাথা ব্যথা নেই। তবে রাজাকার দেখলে থুথু মারতে ইচ্ছে করে।

মাঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

সরকারের মডেল মসজিদের প্রয়োজনীয়তা।

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৮

আমি বুজতেছি না সরকার কি কারনে প্রতিটি উপজেলায় মডেল মসজিদ তৈরি করতে চাচ্ছে!
আমাদের ছোট গ্রামে ৮ টা মসজিদ আছে। বাংলাদেশে এমন কোনো গ্রাম নেই যেখানে একের অধিক মসজিদ নাই।
যে জিনিসগুলো বেশী দরকার তার দিকে নজর দেওয়াটা কি উচিত নয়?
মসজিদের কারনে বাংলাদেশে নামাজ পড়তে পারে না এমন গ্রাম খুঁজে পাওয়া যাবে না, কিন্তু স্কুলের অভাবে খোলা আকাশের নিচে পড়াশুনা করছে এইরূপ ছবি প্রায়ই আমরা পএিকায় দেখি। আমাদের অবকাঠামো এখনও মজবুত নয়। অবকাঠামো উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া দেশে এখন মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে।
মসজিদগুলোকে আরো আধুনিকায়নে অনুদান দিতে পারে, সহায়তা করাতে পারে।
আমার ধারনা সরকার রাজনৈতিক কারনে এইটা করছে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯

আমি সাব্বির বলেছেন: এককেন্দ্রীকরন হতে পারে

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

মাঈনুদ্দিন বলেছেন: সেটা কখনও সম্ভব নয় ভাই। আ,লীগ ভালো করেই জানে তাতে তাদের ভোট বৃদ্ধি পাবে না।

২| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১০

অজানা দার্শনিক বলেছেন: সবই রাজনৈতিক ধান্দা ... এরপরে ধর্মবিরোধী কোন আজাইরা ইস্যু সরকারের বিরুদ্ধে উঠলে যাতে ট্যাকেল দেওয়া যায় ।
বাংলাদেশে কোন বড় রাজনৈতিক দল দেশের ভালোটা খুজে না , সবাই ক্ষমতার ধান্দায় থাকে ।

০৬ ই মে, ২০১৬ রাত ১:০৩

মাঈনুদ্দিন বলেছেন: আ,লীগ ভালো করেই জারে তারা যাই করুন কখন হেফাযত বা জামাতের ভোট পাবে না।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

আহলান বলেছেন: পয়সা মারিং কাটিং ..

৪| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: হেফাজতের অাছড় পড়েছে ।

০৬ ই মে, ২০১৬ রাত ১:০৪

মাঈনুদ্দিন বলেছেন: আ,লীগ ভালো করেই জারে তারা যাই করুন কখন হেফাযত বা জামাতের ভোট পাবে না।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩

পথিকের পাঁচালী বলেছেন: মৃত্যুর পর মানুষের আমল নামা বন্ধ হয়ে যাবে । কিন্তু ছদকায়ে জারিয়া হল মানুষের এমন কৃত কর্ম যা নাকি মৃত্যুর পরও বহাল থাকবে এমন সেই কর্ম থেকে উদ্ভূত ছওয়াব মানুষ পেতে থাকবে।

হুজুর রা ওয়াজের সময় এই ছদকায়ে জারিয়া হিসাবে শুধু মসজিদ মাদ্রাসা নির্মানের কথা বলেন । কিন্তু বৃক্ষ রোপণ , রাস্তা ঘাট নির্মান , সুপেয় পানির ব্যবস্থা ইত্যাদিও হতে পারে । কিন্তু হুজুররা এই দিকে কোন আলোকপাত করেন না। ঢাকা শহরে প্রাকৃতিক কর্ম সারবার কোন ভাল ব্যবস্থা নেই । বিশেষ করে মহিলা কিংবা ডায়াবেটিস রোগীদের জন্য ভয়াবহ অবস্থা । আমারতো মনে হয় ছদকায়ে জারিয়া কর্ম হিসাবে টয়লেট নির্মানও আল্লাহর কাছে সুবিবেচিত হতে পারে।

০৬ ই মে, ২০১৬ রাত ১:০৫

মাঈনুদ্দিন বলেছেন: আপনার সাথে সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.