![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন এক ছেলে।রাজনীতি নিয়ে মাথা ব্যথা নেই। তবে রাজাকার দেখলে থুথু মারতে ইচ্ছে করে।
আমি দেখেছি তোমাকে
ভেজা জানালার কাচেঁ
আর ছেড়েছি তোমাকে
এক রঙ্গিন শহরে
আমি দেখেছি তোমাকে
ভেজা জানালার কাচে
আর ছেড়েছি তোমাকে
এক রঙ্গিন শহরে
তুমি এসে আমায় কাঁদাও
সব ভুলে কোথায় হারাও
দূর পথের ডাকে
আর পারি না পারি না ভুলতে তোমাকে
আর পারি না পারি না সইতে নিজেকে
তুমি হারিয়ে কবে কবে
তুমি হারিয়ে কবে কবে
তুমি দাওনিতো সাড়া
আমি তাই দিশেহারা
মন শুনেনিকো বারণ
জানি না কোন সে কারণ
তুমি দাওনিতো সাড়া
আমি তাই দিশেহারা
মন শুনেনিকো বারণ
জানি না কোন সে কারণ
তুমি এসে আমায় কাঁদাও
সব ভুলে কোথায় হারাও
দূর পথের বাঁকে
আর পারি না পারি না ভুলতে তোমাকে
আর পারি না পারি না সইতে নিজেকে
তুমি হারিয়ে কবে কবে
তুমি হারিয়ে কবে কবে
আমি দেখেছি তোমাকে
ভেজা জানালার কাচেঁ
আর ছেড়েছি তোমাকে
এক রঙ্গিন শহরে
২| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৯
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +
০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৯
মাঈনুদ্দিন বলেছেন: সরি ভাই,এইটা মিনার রহমানের একটা গান।খুব ভালো লিরিক ও সুর
৩| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১:০৪
লেখা পাগলা বলেছেন: +++++++++++++++++++++++++
৪| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১:১১
মানবী বলেছেন: হাহাকারটা খুব স্পষ্ট ভাবে ফুটে উঠেছে কবিতায়!
"তুমি এসে আমায় কাঁদাও
সব ভুলে কোথায় হারাও
দূর পথের ঢাকে"
- এখানে ঢাকে হবে না ডাকে হবে বুঝতে পারছিনা!
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ মাঈনুদ্দিন।
০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:৫০
মাঈনুদ্দিন বলেছেন: সরি ভাই,এইটা মিনার রহমানের একটা গান।খুব ভালো লিরিক ও সুর।ডাকে হবে। ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৭ দুপুর ১২:১০
নাগরিক কবি বলেছেন: সুন্দর হয়েছে।