নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুগে যুগে বিশ্বাসীরাই বিজয়ী হয় !

আমিও বিশ্বাসী জয় আমার হবেই !

সাম্পান ওয়ালা

আমি একজন স্বাধীন মানুষ

সাম্পান ওয়ালা › বিস্তারিত পোস্টঃ

আসুন নিজেই গড়ে তুলি একটা ব্লাড ব্যাংক- Personal Blood Bank !

০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:২৯







ঘটনা– ১

১৯৮৮ সালে ঢাকার মতিঝিলে বন্যার পানি যেদিন উঠেছিল তার আগের দিনের ঘটনা। বাবা অসুস্থ, লিভার সিরোসিসে আক্রান্ত পি জি হাসপাতালে ভর্তি। অপারেশন হবে, ৩ ব্যাগ রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ AB+। হন্যে হয়ে খুঁজছি, কোথাও রক্ত পাচ্ছি না। দুই চারজন পরিচিত যারা ছিল তাদের রক্তের গ্রুপ মিলছে না। বাহিরে প্রচুর বৃষ্টিপাত চলছে কিছুই দেখা যাচ্ছে না, এমন বৃষ্টিপাত আমি দ্বিতীয়বার আর দেখি নাই। এই বৃষ্টিতে ভিজে ভিজে প্রথমে গেলাম ঢাকা মেডিকেল কলেজ, সন্ধানী, সেখান থেকে আগারগাঁও রেডক্রিসেন্ট সোসাইটি, কাজীপাড়া, সেনপাড়া, মিরপুর ১০, ১৩, ১৪, কচুক্ষেত, ইব্রাহীমপুর। তখন ছিল এনালগ যুগ এখনকার মত ডিজিটাল যুগ (মোবাইল) ছিল না। বৃষ্টির জন্য ১০ হাত দুরের কিছুই দেখা যাচ্ছে না। রাস্তায় গাড়ী চলাচলও বন্ধ হয়ে গেছে, রাস্তার কোথাও কোথাও কোমর সমান পানি। আমার নিজের রক্ত দেওয়ার বয়স হয়নি, তাছাড়া আমার রক্তের গ্রুপও ভিন্ন A+। আমার পরিচিত সব জায়গায় রক্ত খোঁজার চেষ্টা করেছি। কিন্তু কোথাও পাইনি। মিরপুর ১৪ নং থেকে বৃষ্টিতে ভিজতে ভিজতে এবং হেঁটে হেঁটে ফার্মগেট পর্যন্ত আসি। শাহবাগ যখন নামি তখন রাত সাড়ে এগারোটা। শেষ পর্যন্ত এক ব্যাগ পেলাম এবং বাকী দুই ব্যাগ পেশাদার রক্তদাতাদের কাছ থেকে ক্রয় করে বাবার অপারেশন সম্পন্ন করি। ঐ দিনের সমস্ত ঘটনা খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরেছি মাত্র, কিন্তু বাস্তবতা কি কঠিন ছিল তা আপনাদের বুঝাতে পারবো না।





ঘটনা – ২

দুই বছর আগের ঘটনা। রাত তিনটা নাগাদ অপরিচিত নাম্বার থেকে ফোন পেলাম একটা। যিনি ফোন কল করেছেন তিনিও আমার অপরিচিত। জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ O- রুগী একজন মহিলা, ডেলিভারির পর প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছে। তাছাড়া রুগী হচ্ছে ফেনীর এক ক্লিনিকে আর আমি চিটাগাং। যিনি ফোন করেছেন তিনি অনবরত কান্না করছেন। ইতিপূর্বে তার তিনটা বাচ্চা হয়েছিল সব গুলোই মারা গেছে প্রসবের পরপর। এবার বাচ্চা সুস্থ আছে, কিন্তু বাচ্চার মা’র অবস্থা খুব খারাপ। আমি তাঁকে সান্ত্বনা দিয়ে বললাম একটা মাইক্রোবাস ঠিক করেন, কাউকে দিয়ে রক্তের রিকুইজিশন এবং ক্রস ম্যাচিং করার জন্য রক্তের স্যাম্পল পাঠান যত দ্রুত সম্ভব। ফজর নামাযের আযান হচ্ছে এমন সময় আমার বাড়ীর সামনে একটা গাড়ী এসে পৌঁছার শব্দ পাই। দ্রুত নেমে তাদের নিয়ে আমার পরিচিত ডোনারকে তাঁর বাসা থেকে তুলে নিয়ে চলে গেলাম আন্দর কিল্লা রেড ক্রিসেন্ট হাসপাতাল, সেখানে কাউকে না পেয়ে গেলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে রক্ত সংগ্রহ করে এবং স্ক্রিনিং, ক্রস ম্যাচিং শেষে রক্ত দিয়ে দিলাম। সকাল আটটার আগেই রুগীর কাছে রক্ত পৌঁছে দিতে পেরেছি।







অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন:

১। আপনি কি আপনার পরিবারের সকলের রক্তের গ্রুপ কি জানেন ?

উত্তর: জানেন না।

২। আপনি কি আপনার বন্ধু-বান্ধব সকলের রক্তের গ্রুপ কি জানেন ?

উত্তর: জানেন না।

৩। আপনি কি আপনার কলিগ/ সহপাঠী সকলের রক্তের গ্রুপ কি জানেন ?

উত্তর: জানেন না।

৪। আপনি কি আপনার পরিচিত সকলের রক্তের গ্রুপ কি জানেন ?

উত্তর: জানেন না।



লক্ষ্য করুন:

আমরা অনেকেই নিজেদের পরিবারের সদস্যদের, নিকটস্থ বন্ধু-বান্ধব, সহপাঠী-কলিগ, আত্মীয়-স্বজন, অর্থাৎ আমরা আমাদের খুব কাছের মানুষগুলোর রক্তের গ্রুপই জানি না। যদি জানা থাকে তা হলে নিজের প্রয়োজন এবং অনেকের উপকার করা সহজ হয়ে যাবে। আমার এই পোস্টের একটাই লক্ষ্য: সবাইকে ব্যক্তিগত Blood Bank তৈরিতে উৎসাহিত করা। কিন্তু কথা হচ্ছে ব্যক্তিগত Blood Bank বলতে কি বুঝি?



Personal Blood Bank (ব্যক্তিগত ব্লাড ব্যাংক):

আপনার পরিচিত মানুষগুলোর রক্তের গ্রুপ সংগ্রহে রাখা। এটা আসলে আলাদা কোন কাজ নয়, এটা একটা অভ্যাস। একটু লক্ষ্য করুন, আপনার পরিচিত কমপক্ষে ৫০০/৬০০ মানুষ আছে, যাদের সাথে আপনার নিয়মিত দেখা হয়, কথা হয়, ব্যক্তিগত যোগাযোগ হয়। আপনার এলাকার মানুষজন, আপনার নিকটাত্মীয়, অফিস কলিগ, আপনার বন্ধুবান্ধব এবং আরও অনেক অনেক পরিচিত-জন, ভেবে দেখুন এদের প্রত্যেকের রক্তের গ্রুপ যদি আপনার জানা থাকে, তাহলে আপনি নিজেই হতে পারেন একজন মোবাইল Blood Bank এর গর্বিত মালিক।









কীভাবে তৈরি করবেন আপনার নিজস্ব ব্লাড ব্যাংক?

আগেই বলেছি, এটা আসলে কোন কাজ নয়, এটা একটা অভ্যাস। তাই আপনাকে অভ্যস্ত হতে হবে, বন্ধু-বান্ধব যার সাথেই কথা হবে তার রক্তের গ্রুপ জেনে নিন এবং সংগ্রহে রাখুন। লিখে রাখাটা অনেকের কাছেই বাড়তি ঝামেলা মনে হতে পারে। তাই একটা টেকনিক Follow করতে পারেন। সেটা হচ্ছে আপনার মোবাইল ফোনে Contact Number লিখার সময় নামের সাথে রক্তের গ্রুপটা লিখে রাখা। একবার দেখুন তো আপনার মোবাইল ফোনে ৪০০/৫০০ নাম্বার সেভ করা আছে। সাথে যদি এদের প্রত্যেকের রক্তের গ্রুপ সংযুক্ত করা থাকে তাহলে কেমন হয়?

যেমন:

1 A Hamid ( A+ ) 016 - - - - - - - -

2 A Kayum ( O+ ) 017 - - - - - - - -

3 Abed - 8No. Line ( A-) 017 - - - - - - - -

4 Abdullah al Emran ( A+ ) 017 - - - - - - - -

5 Abdur Rahim Shohag ( A+) 016 - - - - - - - -

6 Afirun Nahar ( O+ ) 016 - - - - - - - -

7 AftabUddin ( A- ) 018 - - - - - - - -

8 Ali Hyder ( A+ ) 017 - - - - - - - -

9 Ambia Khatun ( A+ ) 015 - - - - - - - -

10 Anasur R. ( AB+ ) 016 - - - - - - - -

11 Apu ( O+ ) 017 - - - - - - - -

12 Apu ( O- ) 018 - - - - - - - -

13 Apu ( AB+ ) 018 - - - - - - - -

14 Arifur Alam ( B+ ) 018 - - - - - - - -

15 Arifur R. ( AB- ) 017 - - - - - - - -







আমার ধারণা Personal Blood Bank তৈরি করার এটাই সবচেয়ে সহজ উপায় । তবে এর পাশাপাশি ডাইরিতে লিখা রাখতে হবে । কারণ কখনও মোবাইল ফোন হারানো গেলে বা মোবাইল ফোন নষ্ট হলে সমস্ত তথ্য হারানোর আশংকা থাকে। যদি বাসায় একটা ডাইরিতে সংরক্ষণ করা থাকে যে কোন সময় কাজে লাগতে পারে। কেননা কারো রক্তের গ্রুপ কখনও পরিবর্তন হয় না। সুতরাং মাত্র ১০/১৫ টাকা দিয়ে ছোট্ট একটা ডাইরি কিনুন যেটা সবসময় আপনার ড্রইং রুমে থাকবে এবং আপনি, আপনার মিসেস, আপনার সন্তান নিজের সুবিধামত সময়ে নতুন মানুষ গুলির রক্তের গ্রুপ সেখানে লিখে রাখবেন। ব্যাস, এভাবেই একদিন, দুদিন, একমাস, দুমাস … … তিন মাস পর দেখবেন আপনার ব্যক্তিগত Blood Bank কত বড় হয়ে গেছে … … আর এভাবে আপনার সন্তানের মাঝে ছোটবেলা থেকেই একটা ভাল কাজের অভ্যাস গড়ে উঠবে ।



সুবিধা

কখনও যদি রক্তের প্রয়োজন পরে তখন খুব দ্রুত সময়ের মাঝেই রক্তের যোগান আপনার হাতের নাগালের কাছেই পাচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনি রোগীকে যে রক্ত দিচ্ছেন তা বিশুদ্ধ এবং নিরাপদ হওয়ার সম্ভাবনা থাকে শত ভাগ। নিজে সামান্য একটু সচেতন থাকলেই কত বড় সমস্যা থেকে নিজে যেমন চিন্তামুক্ত থাকতে পারবেন এবং দেশকে এগিয়ে দিতে বড় একটা ভূমিকা রাখতে পারবেন। এত করে যে পরিতৃপ্তি অর্জন করবেন তা আপনাকে হাজার কোটি টাকা দিলেও পাবেন না। তাই আপনার পরিচিত নিকটজনই হতে পারে আপনার সবচেয়ে নিরাপদ ঠিকানা। নিজের প্রয়োজনে যেমন লাগবে তেমনি জরুরী মুহূর্তে বন্ধু-বান্ধবের সাহায্যেও এগিয়ে আসতে পারবেন । চিকিৎসা বিজ্ঞানের আলোকে খুব কাছের আত্মীয়দের কাছ থেকে রক্ত না নেওয়াই ভালো, এতে করে পরবর্তী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। মনে রাখবেন আমাদের সব পরিচিত কাছের মানুষই কিন্তু আমাদের কাছের আত্মীয় নয় ।





পরিশেষ

আমার এই পোস্টের গুরুত্ব অনেকের কাছেই হালকা মনে হতে পারে কিন্তু যারা রক্তের ঝামেলায় পড়েছেন একমাত্র তারাই বুঝবেন রক্ত কি জিনিস । রক্তের বিকল্প শুধুই রক্ত অন্য কিছু দিয়ে হয় না। আমার এই পোস্টের উদ্দেশ্য সবার মাঝে রক্তের ব্যাপারে ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করা । তবে এর মানে এই নয় যে, আমরা বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্ত দেব না। যারা নিয়মিত ডোনার, তারা অবশ্যই নিয়মিত অন্যকে রক্ত দিব। তবে সেই সাথে নিজের একটা ব্লাড ব্যাংক থাকলে বিষয়টা আরও ভাল হয় না ? মনে রাখবেন, প্রয়োজনের সময় আপনার শুধু রক্ত দরকার না, দরকার বিশুদ্ধ ও নিরাপদ রক্ত। তাই আপনার পরিচিত নিকটজনই হতে পারে আপনার সবচেয়ে নিরাপদ ঠিকানা ।



প্রতি বছর অসংখ্য লোক মারা যায় শুধুমাত্র বিশুদ্ধ রক্তের অভাবে। বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ রক্তের প্রয়োজন তার খুব সামান্যই আসে দেশে প্রতিষ্ঠিত ব্লাড ব্যাংক গুলো থেকে। আপনার সামান্য উদ্যোগই এ দেশকে গড়ে তুলতে পারে রক্তে সাবলম্বি দেশ হিসাবে।



ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল

গড়ে তোলে মহাদেশ সাগর অতল ।

আসুন আজ থেকেই শুরু করি এবং অন্যকেও উৎসাহিত করি ।









মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৪

নগর সংগীত বলেছেন: চমতকার আইডিয়া, গুরুত্বপূর্ণ পোস্ট।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৩

সাম্পান ওয়ালা বলেছেন: ধন্যবাদ, অনেক অনেক শুকরিয়া !

২| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২১

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আমি এই কাজটা করি আমার সেলফোনে। যাদের কন্টাক্ট নাম্বার সেভ করি তখনই জানা থাকলে তার কাছ থেকে ব্লাড গ্রুপটাও জেনে নিই। পরে কাজের সময়ে কন্টাক্ট অপশনে গিয়ে ABP লিখে সার্চ দিলে চলে আসে তাদের নাম যারা AB Positive ব্লাড গ্রুপের।

তবে আমার আর্কাইভে নেগেটিভ টাইপ ব্লাড গ্রুপের বড়ই অভাব। মানুষ যখন এই টাইপের ব্লাডের জন্য আসে আর আমি জোগাড় করে দিতে পারি না, তখন খুব অসহায় লাগে নিজেকে। :( :( :(

আপনার সাথে যোগাযোগে থাকতে হবে। সেটা কিভাবে থাকা যায় আপনিই বলে দেন না হয়... !:#P !:#P !:#P

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৬

সাম্পান ওয়ালা বলেছেন: ভাই আপনার সাথে পরিচিত হয়ে বেশ ভালো লাগলো, আমি চিটাগাং থাকি, আপনি কোথায় আছেন ?

৩| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৬

জামান শেখ বলেছেন: ভাই আমিও এরকম সমস্যায় পড়েছিলাম। আমার এক রিলেটিভ এর জন্য ব্লাড এক্সচেঞ্জ করানোর জন্য ব্লাড ব্যাঙ্কে গিয়েছিলাম। কিন্তু ব্যাঙ্কে প্রয়োজনীয় রক্ত পাইনি।এর পর থেকে আমি সবার ব্লাড গ্রুপ নোট করে রাখি। ধন্যবাদ এই পোস্টের জন্য।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৮

সাম্পান ওয়ালা বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ !

৪| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩২

ফেরারী আউট-ল বলেছেন: গুরুত্ব পূর্ণ পোস্ট! ধন্যবাদ শেয়ার করার জন্য

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৩

সাম্পান ওয়ালা বলেছেন: শুকরিয়া !

৫| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৫

আনোয়ার ভাই বলেছেন: যাদের রক্তের গ্রুপ জানি না সহজে বা বিনা খরচে কিভাবে জানতে পারব----বলতে পারেন কি ?
এতে করে নতুনদের এ কাজে উৎসাহ দিতে পারব।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫২

সাম্পান ওয়ালা বলেছেন:
নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন, সার্বিক সহযোগীতা পাবেন।

Voluntary Blood Donation Program & Quantum Lab.
119 Shantinagar, Dhaka- 1217,
Phone : 8322987, 9351969, 01714-010869.

New Add : 31/V Shilpacharjo Joinul Abedin Sharak, Shantinagar, Dhaka- 1217,
Phone : 8322987, 9351969, 01714-010869.

৬| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০০

বদিউজ্জামান মিলন বলেছেন: vi Ami haspatal e ekhono.amar twin Babur blood leghechilo
Ami jani eta koto BORO bipod. sound or post er jonno dhonobad..

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৬

সাম্পান ওয়ালা বলেছেন: বিশুদ্ধ রক্তের জন্য নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে পারেন !

Voluntary Blood Donation Program & Quantum Lab.
119 Shantinagar, Dhaka- 1217,
Phone : 8322987, 9351969, 01714-010869.

New Add : 31/V Shilpacharjo Joinul Abedin Sharak, Shantinagar, Dhaka- 1217,
Phone : 8322987, 9351969, 01714-010869.

৭| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১:০২

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আমি ঢাকাতে থাকি... ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি... বাঁধনের সাথে যুক্ত আছি... !:#P !:#P !:#P

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৫

সাম্পান ওয়ালা বলেছেন: আপনি যেহেতু ঢাকাতেই থাকেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়েই আছেন, এই আইডিয়া সবার মাঝেই কিভাবে ছড়িয়ে দেওয়া যায় ভেবে দেখবেন কি ? এই আইডিয়া যদি সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়, আমার মনে হয় বাংলাদেশে কেউ বিনা রক্তে আর মারা যাবে না। একটা নতুন আন্দোলন শুরু করা যেতে পারে। কি বলেন ?

৮| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪২

মুসলিম উম্মাহ বলেছেন: খুবই চমৎকার আইডিয়া। আমি একটা লিস্ট করার চেষ্টায় আছি।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৮

সাম্পান ওয়ালা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.