নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

মামুন রেজওয়ান

মামুন রেজওয়ান › বিস্তারিত পোস্টঃ

"এক টুকরো সোনার জমিন"

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২১

<
দেশের উন্নয়ন কিভাবে সম্ভব? প্রশ্নটা খুবই
সাধারন। কিন্তু আমাদের উত্তরগুলো হয় এরকম।
অমুক সরকার ইচ্ছা করলেই অমুক কাজের
মাধ্যমে দেশকে উন্নতির চুড়ায় নিয়ে যেতে
পারে। তমুক ব্যাক্তির দেশে অনেক প্রভাব সে
ইচ্ছা করলেই দেশের অমুক উন্নয়নটা করতে
পারে।
আপনার কি মনে হয় এভাবে অমুক, তমুকের
দোহায় দিয়ে বসে থাকলে দেশের উন্নতি
হবে??
<
আরেকটা প্রশ্ন.....
মোহাম্মদ রেজওয়ানকে কয়জন চিনি আমরা?
অথচ বিল গেটস থেকে শুরু করে স্টিভ জবস
সবাইকে আমরা একনামে চিনি।কিন্তু আমার দেশের
মোহাম্মদ রেজওয়ানকে চিনি না। অনেকে
তো মাথা চুলকানো শুরু করেছেন এটা আবার
কে?
<
এবার একটু ব্যাখ্যায় আসি। মোহাম্মদ রেজওয়ান
ফ্লোটিং স্কুলের প্রতিষ্ঠাতা। যিনি ভাসমান স্কুল তথা
নৌকার উপর গরীব শিক্ষার্থীদের শিক্ষা দান করে
থাকেন। বর্ষাকালে গ্রামে পানি জমে যাওয়ার
কারনে যাতে ছেলে মেয়েদের স্কুলে
যেতে সমস্যা না হয় সে কারনে তিনি এই নন
প্রফিটেবল স্কুল চালু করেন।
আর্কিটেকচারের ছাত্র হয়ে তিনি তার মেধা খরচ
করছেন দেশের মানুষকে শিক্ষিত করার কাজে।
<
এবার প্রথম প্রশ্নে আসা যাক। আপনি বিশ্বাস করুন
আর নাই করুন দেশের উন্নয়ন সম্ভব মোহাম্মদ
রেজওয়ান নামক মানুষগুলোকে সুযোগ দেয়ার
মাধ্যমে। ষোল কোটি মানুষকেই উন্নয়নের
প্রজেক্ট হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়ার দরকার
নেই। দরকার শুধু মোহাম্মদ রেজওয়ানদের মত
মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো তাদের উৎসাহ
দেয়া। আমাদেরকে হুজুগে বাঙালী বলা হয় ।
কিন্তু আমরা আমাদের হুজুগটাকে ভূল পথে
কাজে লাগায়। ওয়েস্টার্ন কান্ট্রির কোন স্টারকে
কানে দুল পড়তে দেখলে আমরাও কানে দুল
পড়ি বিনা বাক্য ব্যায়ে। কিন্তু আমার দেশের
কাউকে দেশের স্বার্থে কিছু করতে
দেখলে তেমন গা লাগায় না। হুজুগটা দরকার এরকম
ভাবে, মোহাম্মদ রেজওয়ান একটা এলাকায় শিক্ষার
আলো ছড়াচ্ছে আমি আমার এলাকায়ও শিক্ষার
আলো ছড়াব।এই কাজগুলো কি আমরা বিনা বাক্য
ব্যায়ে করতে পারি না?
<
একটা ঘটনা দিয়ে শেষ করি। কফি আনান মানে
সাবেক জাতিসংঘের মহা সচিব বাল্যকালে ক্লাসে
বসে আছেন।
শিক্ষক একটা সাদা কাগজের মাঝখানে কলম দিয়ে
একটা ফোটা দিলেন তারপরে কাগজটা সবাইকে
দেখিয়ে জিজ্ঞাস করলেন বলতো এই কাগজে
কি দেখা যাচ্ছে? সবাই উত্তর দিল কালো একটা
ফোঁটা কিন্তু কফি আনান উত্তর দিলেন আমি একটা
সাদা ফাকা স্পেস দেখতে পাচ্ছি। শিক্ষক তাকে
উৎসাহ দিয়ে বলেছিলেন নিজে যে সিদ্ধান্ত
নিবে সে অনুযায়ী কাজ করবে।
<
ঘটনাটা বলার উদ্দেশ্য হল যার চিন্তা ভাবনা, কর্মকান্ড
কফি আনানের মত ব্যতিক্রমধর্মী কিন্তু পজেটিভ
তাকে সব সময় উৎসাহ দিন তার পাশে দাঁড়ান।
দেশের উন্নয়ন অপরিহার্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৭

কলাবাগান১ বলেছেন: মোহাম্মদ রেজওয়ান এর মহতি উদ্দ্যোগ কে ভাল লাগা জানালাম।

উনি এগিয়ে যাবেন ই ....আমাদের দেশে হয়ত এত নাম ডাক নাই কিন্তু বিদেশী মিডিয়া কিন্তু বসে নাই। উনার কাজ নিয়ে অনেক বিদেশী প্রতিবেদন দেখেছি/পড়েছি

২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মোহাম্মদ রেজওয়ান এর মহতি উদ্দ্যোগ কে ভাল লাগা জানালাম।

আমাদের মিডিয়ার বেবুশ্যেপণা আর কি বলব! প্রতিটা ইঞ্চি আর সেকেন্ডে খঁোজে টাকা!!! আর বিদেশী আর চুলকানী খবর! সেখানে বাংলার মহতদের ঠাই নাই!!!!!!!!!!

আশা এদকিন দিন বদলাবে!

++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.