নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
<
আমি খায়রুল ইসলাম। বিয়ে করার জন্য
পাত্রী খুঁজছি। আমার পছন্দের প্রথম এবং
প্রধান শর্ত কন্যা পরহেজগারিনী হতে
হবে। আর এটাই এখন সবচেয়ে বড় সমস্যা
হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। ইসলামে
কন্যা পছন্দের বাকী তিনটি শর্ত মিলে
গেলেও প্রথম শর্ত পুরনকারী মেয়ে পাচ্ছি
না, যে কয়জন পাচ্ছি অধিকাংশের
ক্ষেত্রে খবর নিয়ে দেখছি মুখে বললেও
প্রকৃত পক্ষে তারা ধর্মের সাথে বর্তমান
আধুনিকতার একটা কম্প্রোমাইজ করতে
চাচ্ছে। অর্থাৎ পরিপুর্ণভাবে পরহেজগার
না। আধুনিকতার দোহাই দিয়ে অনেক
ইসলামে নিষিদ্ধ কাজে তাদের আগ্রহ
দেখতে পাচ্ছি।
<
বয়স হওয়ার পর থেকেই স্বপ্ন ছিল। কেমন
মেয়ে বিয়ে করব। কল্পনায় পছন্দের মেয়ের
একটা প্রতিরূপও তৈরি করেছিলাম। মা
কন্যা খোঁজার আগে জিজ্ঞেস
করেছিলেন। কিরকম মেয়ে দেখব? আমি
উত্তর দিয়েছি
<
মেয়ের ফেসবুক সেলিব্রিটি হওয়ার কোন
প্রয়োজন নেই। যদি ফেসবুকে তার দ্বারা
একটা মানুষও আল্লাহর পথে আসে তাতেই
আমি খুশী।
<
মেয়েকে মঞ্চে দাঁড়িয়ে দশজনকে হিজাব
করার উপকারিতা বোঝাতে হবে না।
মেয়ের হিজাব করা দেখে যদি একজন
হিজাব করা শুরু করে তাহলেই হবে।
<
মেয়ে সব সময় আমাকে বাবু বলে না ডেকে
তাহাজ্জুদের সময় ঘুমের জন্য যখন আমি
উঠতে চাইব না তখন আমার গায়ে পানি
ঢেলে দেয়ার ভয় দেখিয়ে ঘুম থেকে
তুললেই চলবে।
<
বারবার ফোন করে খেয়েছি কিনা? শরীর
ভাল আছে কিনা? জিজ্ঞাস না করে
প্রতিদিন পাঁচবার ফোন করে জিজ্ঞাস
করবে নামাজ পড়েছি কিনা?
<
যেকোন খুশির খবর শুনার পর শুধু মিষ্টি খাব
না বলে বলবে চল দুই রাকআত শুকরানা
নামাজ পড়ি আর আজকে আমাদের সাথে
একজন ভিক্ষুককে খেতে বলি।
<
আমি যখন ঘরে ঢুকব বা ঘর থেকে বাইরে
বের হব তখন আমাকে শুধু লাভ ইউ না বলে
আসসালামু আলাইকুম বললেই চলবে।
<
মেয়ে সব সময় আমাকে আমার জন্য পোশাক
কিনার কথা না বলে পাশের বাসার গরীব
খালেদ চাচার জন্য একটা লুঙ্গী কিনে
দিতে বলবে।
<
মেয়ে সবসময় বাসার জন্য রান্না না
করলেও প্রতিবেশীর বাসায় রান্না হয়েছে
কিনা সেই খবর রাখবে।
<
আমার মাকে এতগুলো শর্ত শুনানোর পর মা
খুব ছোট করে একটা হাসি দিয়ে বললেন
আমার আর তোর বাবার বিয়ের সময় তোর
বাবাও ঠিক এরকম মেয়েই খুঁজেছিলেন।
আমিও মনে মনে চাইতাম আমি পাত্র খুঁজব
না পাত্র আমাকে খুঁজে নেবে। জানি না
আমি তোর বাবার মন মত হতে পেরেছি
কিনা কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া
করি তুই তোর মনের মত বউ পাবি।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬
নিমগ্ন বলেছেন: বাব্বাহ। এইতো সুপাত্তর পাওয়া গেলু। আমার মাইয়ারে বিয়া দিমু। হেতির যে-ই গুণাগুণ আছে লিইখ্যা দিতাসি।
- হেতির বয়স ১৮ বছর। কলেজে পড়ে। কিউটি কিউটি সুন্দরী মাইয়া।
- হেতি ৫ ওক্ত নামাজ পড়ে।
- পর্দা করে।
- ফেসবুক কি চিনেই না।
- তাজ্জুতের নামাজ পড়ে।
- আমার বুড়া বয়সে(৬৬ বছর) আমারে নামাজ না পড়াইয়া ছাড়এ নাহ।
- ঘরে খাওণ দাওন ভালই রান্ধে।
- পাড়া প্রতিবেশিরে পিটা দেয়।
- গরিবরে সবসময় ট্যাকা পইসা দেয়।
আপনের এড্রেস দেন। আমি নিজে ইনকুয়ারী কৈরা দেখি। আপ্নের কাছে আমার মাইয়ারে শাদি করাই দিয়াম্নে।
৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২০
মামুন রেজওয়ান বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ চাঁদগাজী ভাই। এটা একটা রুপক গল্প। যদিও আমি খায়রুল ইসলাম না এবং বিয়ের জন্য পাত্রীও খুঁজছি না। তারপরেও কারও সম্পর্কে না জেনে মন্তব্য করার মত বুদ্ধিমানও আমি না।
৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২১
মামুন রেজওয়ান বলেছেন: এটা একটা রুপক গল্প নিমগ্ন ভাই।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩
চাঁদগাজী বলেছেন:
ঐ রকম মেয়ে বিয়ে করতে হলে, আপনাকে ধার্মিক হতে হবে; সময় নেন, সেটা ঠিক করেন, আপনি এখনো প্রস্তুত নন।