নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা যারা আমায় আজ খ্যাত বলতে চাও তাদেরকে আমার খ্যাত হওয়ার পিছনের কিছু কারন দেখাই। যার মধ্যে প্রথম কারন আমি ধর্মের হুকুমের সাথে কোন আপোষ করতে শিখি নি।
<
আমি শিখি নি হুকুমের বাইরে আনন্দ ফুর্তি করে এই কথা বলতে যে, আরে ইসলাম খুবই ফ্লেক্সিবল ধর্ম। এই সামান্য আনন্দ ফুর্তিতে আল্লাহ নারাজ হবেন না।
<
আমি শিখি নি একদিন এসো হে বৈশাখের তারি খেয়ে পরেরদিন জাস্টিন বাইবারের হুইস্কি বা অরিজিৎ শিং এর রাম গলায় চালান করতে। "
<
আমি শিখি নি মঙ্গল শোভাযাত্রার নামে পদযুগলকে এমন যাত্রায় নিয়ে যেতে যেখানে হস্তযুগল শুধু বিপরীত লিঙ্গের অস্তিত্ব খুঁজে বেড়ায়।
<
আমি শিখি নি একদিনের বাঙালী ঐতিহ্য রক্ষার্থে সাদা পাঞ্জাবি আর ধুতি পড়ে মাঞ্জা মেরে ৫০০ টাকার ইলিশ ৫০০০ টাকায় খেতে। যেই খাওয়া, যেই
পোশাক শুধু আমার বাইরের বাঙালীয়ানা প্রকাশ করে। অন্তর ঠিকই পরেরদিন থেকেই ওয়েস্টার্ন কালচার খুঁজে বেড়ায়।
<
আমি শিখি নি এক সকালে কড়া আদা চা খেয়ে আমার সোনার বাংলা বলে দু'চোখ ভাসাতে। অথচ আমার হৃদয়
Pak sarzameen shad bad
Kishwar-e-Haseen shad bad
Tou Nishaan-e-Azm-e-aali shan
Arz-e-Pakistan (Pakisatani national anthem).
কিংবা Jana-Gan-Mana-Adhinayaka, Jaya He Bharata-Bhagya-Vidhata (Indian national anthem) এর জন্য আকুল হয়ে থাকে।"
<
আমি শিখি নি ভোরে উঠে এস হে বৈশাখ নামে এমন একটা সংগীত যপ করতে যে সংগীত আমার সৃষ্টিকর্তার সাথে আমাকে সরাসরি অংশীদারিত্ব স্থাপন করতে শিখায়।
.
বি:দ্র:- যারা এস হে বৈশাখ গানের পুরো অংশটুকু জানেন না তাদের জন্য.
........
"এসো হে বৈশাখ, এসো এসো
তাপস নিঃশ্বাস বায়ে
মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক
এসো এসো…
.
যাক পুরাতন স্মৃতি
যাক ভুলে যাওয়া গীতি
যাক অশ্রুবাষ্প সুদূরে মিলাক
যাক যাক
এসো এসো…
.
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নি স্নানে শুচি হোক ধরা
রসের আবেশ রাশি
শুষ্ক করি দাও আসি
আনো আনো, আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুঁজঝটি জাল যাক, দূরে যাক যাক যাক
এসো এসো…"
.
আশা করি সঠিক ভাবে অর্থ বের করতে পারবেন এই বাংলা গানের।
<
এই না শেখা অনেকগুলো কারনে আমি আজ সকলের সারি থেকে পিছিয়ে। রমনার বটমুলের জৈবিক নর মাংশের আনন্দ উপভোগ করা থেকে পিছিয়ে, একদিনের বাঙালী হওয়া থেকে পিছিয়ে। একদিনের মাছে ভাতে বাঙালী হওয়া থেকে আমি পিছিয়ে।
<
তবুও আমি বুক উঁচিয়েই বলব আমি গর্বিত কারন আমি শুধুমাত্র একদিনের বাঙালী হওয়ার কলঙ্ক থেকে মুক্ত হতে পেরেছি।
০২ রা মে, ২০১৬ দুপুর ২:৫৪
মামুন রেজওয়ান বলেছেন: আমি কোন অভিযোগ করি নি, শুধুমাত্র আধুনিকতার সংগার সাথে নিজেকে তুলনা করে দেখেছি।
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৫
চাঁদগাজী বলেছেন:
অভিযোগ বন্ধ করেন, দেখেন আপনার কাছে ওহি আসে কিনা!