নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

মামুন রেজওয়ান

মামুন রেজওয়ান › বিস্তারিত পোস্টঃ

গুলশান ট্রাজেডি (কিছু অন্য ধরনের চিন্তা ভাবনা)

০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৪:২৭

এক বাঙালী সেফকে উদ্দেশ্য করে একজন
জঙীর বলা উক্তি।
“You don’t need to be so tense,” one of the
men told them. “We will not kill Bengalis. We
will only kill foreigners.”
সুত্র: The new york times
.
এখন কিছু মন্তব্য......
১.এই বক্তব্য থেকে এটা পরিষ্কার যে শুধুমাত্র
ফরেইনার হত্যা করাই ছিল এদের মুল টার্গেট।
২.এমন একটা সিচুয়েশনে এটাক করা হয়েছে
যখন ৬জন ইতালিয়ান বায়ার এবং ৭জন জাপানী এর
মধ্যে ৬জনই মেট্রোরেলের সমীক্ষক
উপস্থিত ছিলেন।(এতগুলো নামী ব্যাক্তির একই
সময়ে একই জায়গায় উপস্থিতি তলিয়ে দেখতে
হবে)।
৩. যাদেরকে হত্যা করা হয়েছে এদেরকে
হত্যার ফলে বাংলাদেশের অর্থনীতিতে একটা
আঘাত হানা সম্ভব।
৪.আইএস এর উপস্থিতি জোরালো ভাবে প্রতিষ্ঠা
করা।
৫. আর বিদেশীদের মনে নিরাপত্তাহীনতার ঝুঁকি
ফুটিয়ে তোলা। (সম্ভবত এটা এতটা মুখ্য নয়)
.
এখন চিন্তা করে দেখা যাক। এই পরিস্থিতিতে
মোড়ল রাষ্ট্রগুলোর কি লাভ।
১. আইএস এর উপস্থিতি প্রমান করতে পারলে
মার্কিন সেনার হস্তক্ষেপ শুরু হবে। আর মার্কিন
সেনার হস্তক্ষেপের ফলাফল সিরিয়া, আফগানস্থান,
ইরাককে দেখলেই বোঝা যায়।
২. আর এভাবে বায়ার হত্যার মাধ্যমে আমাদের
বন্ধু রাষ্ট্রের হাতে আমাদের গার্মেন্টস শিল্প
চলে যাবে। নিরাপত্তাহীনতার আতঙ্কে বায়ার
এদেশে আর ব্যবসা করবে না। (এরউপর
আমাদের বন্ধু রাষ্ট্র বলেছিল তিনবছরের মধ্যে
বাংলাদেশকে হটিয়ে তারা পোশাক শিল্পে ২য়
অবস্থানে আসবে)।
.
এভাবে কি দুইয়ে দুইয়ে চার মিলিয়ে দুইটা রাষ্ট্র
দৃষ্টি গোচরে আনা সম্ভব নয়? আমাদের প্রধান
দায়িত্ব আই এসের অস্তিত্ব সরাসরি অস্বীকার করা।
আর সমস্যার গোড়ায় গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৪:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কোন ভাবনাই ফেলে দেবার মতো নয়...

আরেকটা সাইটে সকালে নিউজ দেখলাম ভারতের সম্পৃক্তকা নিয়ে। এখনই দেখি ঐ পেইজ আউট! !!

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৮:২১

মামুন রেজওয়ান বলেছেন: তবে এই সম্ভাবনা গুলোই বেশী জোরদার। আতঙ্ক সৃষ্টি করা কিংবা সরকারী কোন চাল হতে পারে।
১.আতঙ্ক সৃষ্টি করা উদ্দেশ্য হলে শুধুমাত্র ফরেইনার হত্যা না করে পাবলিক প্লেসে বোমাবাজি করলেই সেটা হয়ে যেত।
২.আর সরকারী কোন চাল হওয়ার সম্ভাবনা খুবই কম। কারন এখানে আওয়ামীলীগের নেতার পুত্র জড়িত।

২| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


"১. আইএস এর উপস্থিতি প্রমান করতে পারলে
মার্কিন সেনার হস্তক্ষেপ শুরু হবে। "

-মার্কিনীরা বাংলাদেশে হস্তক্ষেপ করার জন্য সৈন্য নেয়া শুরু করেছে, বাড়ীতে বাংকার তৈরি করুন ও খাদ্য মওজুদ করুন

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৮:১৭

মামুন রেজওয়ান বলেছেন: দরকার হলে সবই করা হবে, এ নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:



গত ৪৫ বছর মানুষ হতাশার ভেতরে নিমজ্জিত, সেটা ভয়ংকর রূপ নিচ্ছে।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫০

মামুন রেজওয়ান বলেছেন: আমার মনে হয় সঠিক নেতৃত্বের অভাবের কারনেই এই হতাশা এই ভীতি বাঙালীর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.