নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

মামুন রেজওয়ান

মামুন রেজওয়ান › বিস্তারিত পোস্টঃ

মানবিকতা!!!!! মুহা হা হা হা হা......

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৭

চিলকট প্রতিবেদন
১.ইরাক যুদ্ধে নিহতের সংখ্যা দেড় লক্ষাধিক।
২. ইরাকী বাস্তুহারা দশ লক্ষাধিক।
৩. ইরাক যুদ্ধে ১৭৯ জন ব্রিটিশ সৈন্যের মৃত্যু।
.
এত কিছুর পরে চিলকট প্রতিবেদনের মতামত ইরাকে মার্কিন সৈন্য পাঠানো উচিৎ হয় নি। উদ্ভুত সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা যেত।
এবং টনি ব্লেয়ারকে বিচারের মুখোমুখি হতে হবে।
.
নেন সবাই শান্তিতে মুরি খান বিচার কার্য শেষ। একটা দেশ ধ্বংসের বিনিময়ে সাবেক প্রধানমন্ত্রী বিচারের মুখোমুখি আর সাদ্দাম হোসেনকে হত্যা করার পর এখন এসে বলা হল সাদ্দাম হোসেন ভাল মানুষ ছিলেন।
.
মুহা হা হা একটা দেশের ধ্বংসলীলা শুরু হল ২০০৩ সাল থেকে। প্রতিবেদন (চিলকট) তৈরি করা শুরু হল ২০০৯ সাল থেকে আর প্রতিবেদন দাখিল করা হল ২০১৬ সালে।
.
মানবতা!!!!! তুমি শুধু অট্টালিকার ক্ষমতাসীনদের ডিকসোনারীতে থাকা একটা শব্দ মাত্র।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫২

বিজন রয় বলেছেন: মানবতা!!!!! তুমি শুধু অট্টালিকার ক্ষমতাসীনদের ডিকসোনারীতে থাকা একটা শব্দ মাত্র।

++++
লাইক।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৮

মামুন রেজওয়ান বলেছেন: ধন্যবাদ ভাই। আর এই লাইনটাই কিন্তু সত্য।

২| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৮

ঢাকাবাসী বলেছেন: আজকাল ওরকম সব ভাল শব্দই বড়দের ব্যাপার স্যাপার! মানবতার সংজ্ঞাও ওরাই নির্ধারণ করে!

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩৩

মামুন রেজওয়ান বলেছেন: হুম সেটাই।

৩| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৮

এমঙচতণঢ বলেছেন: ফুলের মধু তো আর নাই, কি আর করবে? অন্য উলে যেতে হলে তো বলতে হবে কিছু একটা। তাই এই রিপোর্ট।

১০ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪১

মামুন রেজওয়ান বলেছেন: রিপোর্ট নামের নাটক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.