নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

মামুন রেজওয়ান

মামুন রেজওয়ান › বিস্তারিত পোস্টঃ

"অদ্ভুত এক মায়ার জগত"

২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:০৩

মায়ার অদ্ভুত একটা ক্ষমতা আছে, জড়িয়ে পড়ার ক্ষমতা। যে সে যখন তখন জড়িয়ে পড়তে পারে এই মায়ায়। আমি একটা মেয়েকে চিনি যে জোৎস্নার মায়ায় জড়িয়ে পড়েছে। সে প্রতি পূর্নিমার রাতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে গপগপ করে জোৎস্না গিলে।পূর্নিমায় জোৎস্না না গিলতে পারলে নাকি সে ভাল থাকতে পারে না।
কি সাংঘাতিক ব্যাপার!!!!! একটা মেয়ে খোলা আকাশের দিকে হা করে জোৎস্না গিলছে কল্পনা করা যায়?
মেয়েটার কথা আর কি বলব এক বিবাহিত রিক্সা চালকের কথা বলি। ইনি প্রতিদিন রাতে বাড়িতে এসে বৌকে পিটান। বেদম পিটানো পিটান। এই প্রহারের ফলে তার স্ত্রী প্রতি রাতে হাওমাও করে কাঁদে। জিজ্ঞাস করা হল বিনা কারনে আপনার বউকে পিটান কেন? জবাব দিলেন তিনি তার বউয়ের চোখের পানির মায়ায় আটকে গেছেন। পিটানোর ফলে তার বউ কান্না করে আর তিনি সেই চোখের পানির ভিতর মায়া খুঁজে পান। অদ্ভুত মানুষের চরিত্র, অদ্ভুত মানুষের মায়ার বাঁধন। যেই ছেলে সারাজীবন মেয়েদের দিকে তাকাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কোন একদিন শুনতে পাবেন ছেলেটা কোন একটা মেয়ের নখ কাঁমড়ানোর স্টাইল দেখে মায়ায় পড়ে গেছে। এখন সে উঠতে বসতে ঘুমাতে মেয়েটার নখ কাঁমড়ানোর দৃশ্য কল্পনা করে। যে মেয়েটা বিয়ের আগে কোন পরপুরুষের দিকে তাকাবে না বলে প্রতিজ্ঞা করেছিল কয়দিন পর সেই মেয়েটাকেই হয়ত দেখা যাবে কোন ছেলের (রাস্তা পরিষ্কার করা পদ্ধতিতে) পায়ের নিচে প্যান্ট পড়া স্টাইলের মায়ায় পড়ে গেছে। এখন মেয়েটা প্রতিদিন ছেলেটের পথ চেয়ে বসে থাকে তার প্যান্টের নিচের অংশ দিয়ে রাস্তা পরিষ্কার করার দৃশ্য দেখার জন্য।যেই দৃশ্য মেয়েটাকে প্রত্যেকবার মায়ার সাগরে ডুবিয়ে দিতে পারবে।
এই মায়ার বাঁধনে পরে স্ত্রী তার স্বামী সন্তান ভরা সংসার ছেড়ে অন্য কারও হাত ধরে অন্য কোন মায়ার জগতে চলে যাচ্ছে। অন্য ধরনের মায়া খুঁজে পাবার আশায়। কেউ কেউ নিজের গায়ে বোমা বেঁধে পাড়ি জমাচ্ছে অন্য এক মায়ার জগতে। অন্য এক মায়ার টানে। যাকে দুনিয়ার মায়া বেঁধে রাখতে পারে নি।
সবই মায়ার খেলা তবে মায়ার অপর নামই কিন্তু ছায়া। যে জিনিসটা সারাজীবন আপনার সাথে সাথে থাকবে কিন্তু হাজার ধরার চেষ্টা করলেও তার নাগাল পাওয়া যাবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.