নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

মামুন রেজওয়ান

মামুন রেজওয়ান › বিস্তারিত পোস্টঃ

"সেলিব্রেটি হতে গিয়ে.........................."

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৯

লাইট,DSLR ক্যামেরা, মেকআপ বক্স সাথে নিতে ভুলবেন না যেন।
কাছে পিঠের কোন বন্যার্ত এলাকায় চলে যান। দূরে যাওয়ার কোন প্রয়োজন নেই। ভাড়ার টাকা বাঁচাতে হবে যে।
.
বন্যায় আক্রান্ত এক পরিবারের কাছে গিয়ে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া ঔষধের প্যাকেটটা দিন। খেয়াল রাখবেন খুব বেশী যেন না চলে যায়। এতে করে কিছু টাকা বাঁচাতে পারবেন।
এবার মুল কাজ লাইট, ক্যামেরা অন করে বন্যার্ত পরিবারসহ নিজে ক্যামেরার দিকে তাকিয়ে অমায়িক একটা হাসি দিন খুব সাবধানে করতে হবে এই অংশ, হাসির পাশাপাশি এটাও বুঝাতে হবে যে আপনি তাদের কষ্টে খুবই ব্যাথিত। সবাইকে ছবির মাধ্যমে বুঝাতে হবে যে আপনার দানের মাধ্যমে পরিবারটার যে উপকার করলেন সেটা এত বেশী যে এই উপকার পাওয়ার আশায় পরিবারটা বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত হতে আগ্রহী হবে।
.
এবার সর্বশেষ কাজ এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ । কম্পিউটারের সামনে বসুন। ছবিগুলোর মধ্য থেকে খুব ভাল ভাল ছবি গুলো বাছুন। বন্যায় আক্রান্ত পরিবারগুলোর দু:খ, কষ্ট নিয়ে লিখে ফেলুন একটি করুন আবেগ মিশ্রিত পোস্ট। সাথে নিজেরা যে সারাদেশ ব্যাপী বন্যার্তদের দান সামগ্রী দিয়ে সহযোগীতা করে যাচ্ছেন সেটা লিখতে ভুলবেন না যেন। ফেসবুকে পোস্ট করে দিন আপনার মহা মুল্যবান কাজের বর্ণনা।
.
পরেরদিন একটা টি-সার্ট কিনুন যেটাতে খুব বড় করে লেখা থাকবে
"আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি। "
টি-সার্ট পড়া অবস্থায় ফেসবুকে একটা ছবি আপলোড করুন আর ক্যাপসন দিন। বন্যার্তদের সেবায় যাচ্ছি ফ্রান্স।
দেখবেন ফেসবুক সমাজে আপনাকে
বিশাল মাপের জন দরদী সেলিব্রেটি হিসাবে গন্য করা হচ্ছে। ভাগ্য ভাল হলে আর্ত মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য সরকারের পক্ষ থেকে একুশে পদকও পেয়ে যেতে পারেন।
.
বি:দ্র:- এতে করে আপনি অন্য কোন দেশের বিষ দৃষ্টিতে পড়তে পারেন। কিন্তু কোন চিন্তা নেই। দুই একদিন পরে বন্যার্তদেরকে কাঙ্গালি বলে গালি দিয়ে "বঙ্গবাহাদুরকে" নিয়ে আবেগ মিশ্রিত এক পোস্ট দিয়ে দিবেন। সব সমস্যার সমাধান হয়ে যাবে।
হাজার হোক অপরের পা চাটায় আমরা শ্রেষ্ঠ মুকুট বিজয়ী জাতি।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২২

আরজে আজিজুর বলেছেন: অস্থির সেলিব্রেটি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.