নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে যদি প্রশ্ন করা হয় যে “আপনার দেখা সবচেয়ে সুন্দর বা পবিত্র দৃশ্য কি?” উত্তরে হয়তো আপনি বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের কথা বলবেন হয়তোবা মায়ের সাথে সন্তানের মধুর মুহূর্তের দৃশ্যের কথা বলবেন কিংবা কোন জীবজগতের প্রানীর দৃশ্যের কথা বলবেন।
কিন্তু এই একই প্রশ্নে আমার উত্তর হবে ভিন্ন। আমার কাছে সবচেয়ে মধুর,পবিত্র,মায়াময়,গর্বের দৃশ্য হল কোর’আনুল কারীম পড়ার দৃশ্য। আমি মাঝে মাঝে কিছু বাচ্চার কোর’আন পড়া দেখলে কেঁদে ফেলি। যে বাচ্চাটা মাত্র আধো আধো শব্দে কথা বলা শিখেছে সে বাচ্চাটা এত মায়াবী কন্ঠে কোর’আন পড়ে কিভাবে এটা আমার মাথায় কখনও ঢোকে না।চিন্তা করি মানুষের কন্ঠে এত মায়া থাকে কি করে?
এরকম কোন বাচ্চাকে কোর’আনুল কারীম পড়তে দেখেলে খুব ইচ্ছা করে বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরতে।
এরকমই কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম………
১
২
৩
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৩
মামুন রেজওয়ান বলেছেন: অন্য আরেকদিন ইন-শা-আল্লাহ। আজকে স্টকে আর নেই, আসলে হার্ড ডিস্ক ক্র্যাস করাতে সব ডকুমেন্ট হারিয়ে ফেলেছি। এই কয়েকটা মোবাইলে ছিল তাই দিতে পারলাম।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫১
সুমন কর বলেছেন: আরো কিছু দিতে পারতেন....