নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

মামুন রেজওয়ান

মামুন রেজওয়ান › বিস্তারিত পোস্টঃ

"সামুতে কিছু মুহুর্ত"

১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯

আসসালামু আলাইকুম।
.
৩৬৫ টা দিন সাথে কিছু বেশী। পার করে ফেললাম এই সামু পরিবারে। কেউ কেউ দিন ক্ষন খুব ভালভাবে মনে রাখেন। তবে আমি তাদের দলে নই। আমি বিশেষ ঘটনার দিন তারিখ তেমন মনে রাখি না। তাইতো এই পরিবারে একটা বছর যে কিভাবে পুরন হল কিছুই বুঝতে পারলাম না।
.
প্রথম যখন সামুতে যোগ দেই তখন কেমন যেন একটা ছন্নছাড়া হয়ে ঘুরে বেরাতাম সবার প্রোফাইলে। অসাধারন কিছু লেখা কিংবা অসাধারন কিছু মন্তব্য পড়ার আশায়। লেখতে তেমন একটা সাহস পেতাম না তবে লেখালেখিতে ফেসবুকের মাধ্যমে জড়িত ছিলাম বিধায় সাহস করে প্রথম লেখাটা লিখেই দিলাম। আর সেই লেখাতেই একজনের মন্তব্য পেলাম। তখন কি যে খুশী লেগেছিল। যাই হোক লেখার পরিধি বাড়াতে থাকলাম। পেলাম অসংখ্য মুল্যবান সমর্থন এবং অনেকের গঠনমূলক প্রশংসনীয় সমালোচনা।
.
সময়ের অভাবে যদিও এখন বেশীক্ষণ থাকতে পারি না সামুতে কিন্তু প্রতিদিন অন্তত একবার হলেও ঢু মেরে যাই ভালবাসার টানে।
এতদিনের সঙ্গী এই পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ, যারা আমার অখাদ্য কুখাদ্য লেখাগুলোকে হজম করেছেন খুব ভালবাসার সাথে।
পরিশেষে নতুন সদস্য হিসাবে প্রবীণ সদস্যদের দিক নির্দেশনা পাব ইন-শা-আল্লাহ, এই আশা করছি। এই দিক নির্দেশনাই আমার পরবর্তী সময়ের পাথেয় হয়ে থাকবে।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬

অবনি মণি বলেছেন: :)

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪১

বিজন রয় বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা।

নিয়মিত লিখুন।
শুভব্লগিং।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪২

মামুন রেজওয়ান বলেছেন: ধন্যবাদ আপনাকে, আশা করি এই ধরনের সুপরামর্শ আমার প্রতিটি লেখায় পাব।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪১

মোস্তফা সোহেল বলেছেন: এভাবেই পথ চলতে থাকুন এক সময় অনেক কিছুুই শিখে যাবেন। আপনার শুভ কামনা করছি

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫২

মামুন রেজওয়ান বলেছেন: সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫

ডার্ক ম্যান বলেছেন: এগিয়ে চলুন সব অপশক্তিকে পিছনে ফেলে। কারো কাছে মাথা নত না কলৈ

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৪

মামুন রেজওয়ান বলেছেন: সত্য জিনিসটাই মাথা উঁচু করে থাকার মত জিনিস। সত্য বলা মানেই সত্যের সাথে সাথে নিচের মাথা উঁচু রাখা। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫

ডার্ক ম্যান বলেছেন: এগিয়ে চলুন সব অপশক্তিকে পিছনে ফেলে। কারো কাছে মাথা ত না করে

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫

বিজন রয় বলেছেন: অবশ্যই পাবেন। আমি আছি।

তবে ব্লগে আপনিও ব্লগে নিয়মিত লিখবেন বলে আশারাখি।
লেখা ভাল হোক আর মন্দ হোক পোস্ট করবেন সেই অনুরোধ থাকল।

ধন্যবাদ, ভাল থাকুন।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৪

মামুন রেজওয়ান বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.