নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

মামুন রেজওয়ান

মামুন রেজওয়ান › বিস্তারিত পোস্টঃ

একটি বক্তৃতা এবং চিন্তার কিছু খোরাক

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩১

(লন্ডনে মাইকেল হার্টের তার বই The 100 Most Influential People এর উপর দেওয়া লেকচারের একাংশ। লেখাটি Islamic Way of Thinking পেজে পাবলিশ করা হয় আমি শুধু বাংলায় অনুবাদ করেছি। এক ভারতীয় বন্ধুর পরামর্শে।)
.
মাইকেল হার্ট, "বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ মানুষ" বইটির লেখক, বইটি সম্পন্ন করতে তিনি তার জীবনের ২৮ বছর সময় ব্যায় করেছেন।
তিনি তার বইতে *মোহাম্মদ (সাঃ) কে তালিকার শীর্ষে মানে ১ নং এ স্থান দিয়েছেন।
যখন তিনি লন্ডনে লেকচার দিচ্ছিলেন তখন তাকে টিটকারি দেওয়া হয় এবং তার লেকচারে বাধা প্রদান করা হয়।
লেকচারে উপস্থিত জনগন তাকে অভিযোগ করেন, কেন তিনি মহানবী মোহাম্মদ (সাঃ) কে তালিকার শীর্ষে রেখেছেন।
তিনি উত্তর দেন, "মহানবী মোহাম্মদ ৬১১ সনে মক্কায় দাঁড়িয়ে বলেন যে, *আমি আল্লাহর প্রেরিত বার্তাবাহক।*
চারজন ব্যাক্তি তৎক্ষণাৎ তাঁর (সাঃ) কথা বিশ্বাস করেন। তাঁর (সাঃ) সবচেয়ে ভাল বন্ধু তাঁর (সাঃ) স্ত্রী এবং তাঁর (সাঃ) দুই সন্তান।
এখন, এমনকি এই ১৪০০ বছর পরে মুসলিমদের সংখ্যা প্রায় ১ বিলিয়ন এবং এটা প্রতিনিয়ত বর্ধনশীল।
*তিঁনি (সাঃ) মিথ্যাবাদী হতে পারেন না কারণ একটা মিথ্যা কখনও ১৪০০ বছর টিকে থাকতে পারে না অথবা ১ বিলিয়ন মানুষ কখনও এত বছর মিথ্যার আড়ালে থাকতে পারে না। *
.
আরেকটা জিনিস বিবেচনা করলে দেখা যায়, এত বছর পরেও মিলিওনের অধিক মুসলমান তাদের জীবন উৎসর্গ করতে পিছপা হবে না যদি কোনভাবে তাদের নবীকে (সাঃ) অসম্মানিত করা হয়।
এখানে কি একজনও খ্রিস্টান আছেন যিনি অনুরুপটা করতে পারেন জিশুর জন্য? "
.
মাইকেল হার্ট এই কথা বলার পর পুরো অডিটোরিয়াম নিস্তব্ধ হয়ে রইল।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৩১

চাঁদগাজী বলেছেন:


কোন খৃস্টান, ইহুদী এখন নবী, খোদা, ফেরেশতার জন্য আর জীবন দেবে না; জীবনের মুল্য এখন অনেক বেশী; ওরা এক সময় জীবন দিয়েছে, ওদের জন্য সেই সময় ওদের পার হয়েছে।

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪০

মামুন রেজওয়ান বলেছেন: তবুও আপনি বাংলাদেশের মুসলিম দিয়ে সমস্ত বিশ্বের মুসলিমকে জাজ করতে পারেন না।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: ্পড়লাম।

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪১

মামুন রেজওয়ান বলেছেন: ধন্যবাদ আগ্রহ নিয়ে আমার লেখাগুলো পড়ার জন্য।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ঠিক, মিথ্যা কখনো ১৪০০ বছর টিকে থাকতে পারে না। আর মিথ্যা হলে নতুন নতুন মানুষ ইসলাম গ্রহণ করত না।

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪২

মামুন রেজওয়ান বলেছেন: একদম সেটাই বলতে চাইছিলাম

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


মাইকেল হার্ট সম্পর্কে আপনার ধারণা ভুল; সে ঐতিহাসিক দিক দেখেছে, এখন এগুলোর কোন মুল্য নেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.