নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

মামুন রেজওয়ান

মামুন রেজওয়ান › বিস্তারিত পোস্টঃ

"মাওলানা রুমি/ ইশকিস্তানের পথে"

২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৪



চিত্রঃমসনবি-ই মানাভি (গুগল)

I am the servant of Qur'an as long as I have life.
I am the dust on the path of Muhammad, the Chosen one.
If anyone quotes anything except this from my sayings,
I am quit of him and outraged by these words. [1]
.
জালাল উদ্দিম মুহাম্মদ রুমি আল বালখি। যিনি মাওলানা রুমি নামে পরিচিত। যার প্রথম কবিতা সংকলন দিউয়ান-ই শামস-ই তাবরিজি। এতে আছে প্রায় চুয়াল্লিশ হাজার লাইন কবিতা। রুমির সেরা কাজ মসনবি-ই মানাভি যাতে রয়েছে প্রায় ৫০ হাজার কবিতার লাইন। তিনি যখন ইশকিস্তানের রাস্তা ধরে হাঁটতেন আর কবিতার লাইন আবৃতি করতেন তখন তার ছাত্ররা তার পিছেপিছে হাঁটত এবং প্রত্যেকটা লাইন গোগ্রাসে মুখস্ত করে ফেলত কিংবা লিখে ফেলত।
.
শুধুমাত্র একজন লেখকের কিছু ইতিহাস অলংকৃত সাফল্য তুলে ধরলাম। এই ব্যাক্তিটিকে নিয়ে কিছু লেখার চেষ্টা করলাম তার একটা কারণ আছে। এই প্রথম নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। কবিতা থেকে দুরে দূরে সরে থাকার দরুন। এই পোস্টের শুরুতে উল্লেখিত মাওলানা রুমির চারটি চরন পরে মনে হয়েছে কবিতা আসলে প্রাণ। বেঁচে থাকার ছন্দ। এই প্রথম অনুভব করছি এবং প্রচন্ড তৃষ্ণা তৈরী হচ্ছে দিউয়ান-ই শামস-ই তাবরিজি, বিশেষ করে মসনবি-ই মানাভি পুরোটা পড়তে। একটা প্রবাদ প্রচলিত আছে "যদি মসনবি সংকলনটি ফারসি ভাষায় রচিত হোত তাহলে এটাকে কোর'আন বলে চালিয়ে দেওয়া যেত।" কারণ এই সংকলনটির গড়ন, বর্ণনারীতি নেয়া হয়েছে কোর'আন আর হাদিস থেকে।
ইরানে এই বইটির উপর গবেষকগণের মধ্যে আরেকটি প্রবাদ প্রচলিত আছে তা হল "তিনি রাসূল নন, তবে তারও একটা কিতাব আছে। "[2]
.
মসনবি-ই মানাভিক বইটির ভূমিকায় মাওলানা রুমি লিখেছেন,
"This is the book of the Masnavi, and it is the roots of the roots of the roots of the (Islamic) Religion and it is the explanation of the Qur'an. " [3]
.
Sources
[1] About the Masnavi, Dar Al-Masnavi
[2] Rumi and the Sufi Tradition, Seyeed Hossein Nasr
[3] brahim Gamard, Rumi and Self Discovery, Dar al Masnavi

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৩

সনেট কবি বলেছেন: সুন্দর লিখেছেন।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১:০৬

মামুন রেজওয়ান বলেছেন: লেখাটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

২| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: জালাল উদ্দিন রুমি অনেক বড় মাপের মানুষ। অসাধারন তার কর্ম কান্ড।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১:০৭

মামুন রেজওয়ান বলেছেন: হুম আসলেই অনেক বড় মাপের ব্যাক্তিত্ব।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইশকিস্তান, কোথায়???

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১:০৮

মামুন রেজওয়ান বলেছেন: জালাল উদ্দিন রুমির জন্মস্থানের একটি ছোট এলাকার নাম।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮

সনেট কবি বলেছেন:



মসনবী

মসনবী প্রাসাদের সদর ফটক
খুলেগেলে দেখা যাবে অজস্র রত্নের
ছড়াছড়ি জড়াজড়ি, যেথায় যত্নের
কোথাও কমতি নেই, এ এক বিস্ময়!
এ গ্রন্থে কোথাও নেই অযথা চটক
হেথা পরতে পরতে লুকানো জ্ঞানের
আলোকেরা খেলা করে পাঠক প্রাণের
অনুভুতি পুষ্ট করে নিরন্ত সময়।

জালাল উদ্দীন রুমী আত্মীক কথন
সাজালেন নৈপূণ্যের হস্তে পরিপাটি
অজ্ঞতা বিতাড়নের অমূল্য করন
দীপ্তিময় জোছনায় নিখাঁদ সে খাঁটি।
প্রতিভা বিচরে সেথা জগতে বিরল
অভিযাত্রা থেমে নেই যাত্রা অবিরল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.