নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

মামুন রেজওয়ান

মামুন রেজওয়ান › বিস্তারিত পোস্টঃ

"ছবির ঘরের সাথে কিছু হাহাকার"

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৮


চিত্র:-১


চিত্র:২


চিত্র:-৩


চিত্র:-৪


চিত্র:-৫


চিত্র:-৬


চিত্র:-৭


চিত্র:-৮

যদিও ফটো গ্যালারীর সাথে নিচের কথাগুলো যায় না। তবুও ফুরক্বানের মহিমা দেখে আর নিজেকে আটকাতে পারলাম না। প্রায় ছয়টা বছর সিলেবাসে কোর'আনের অনুপস্থিতি দেখে হাহাকার করে উঠল মনটা।
অসাধারন মন শীতল করা ছবির মত ভিডিওর সাথে নিচের লিরিক্সটা সব আবেগকে কেন্দ্রীভুত করে ফেলেছে। নিয়ন্ত্রনহীন এক দলা বাধা কান্না বের হয়ে আসছে বুক চিঁড়ে। কতটা দূরে আমরা এই ফুরকান থেকে।এটা ছাড়া কতটা নিঃসঙ্গ কখনও চিন্তাও করিনা। অথচ আমার মালিক আমার সৃষ্টিকর্তা তাঁর সব কথা , সব নির্দেশনা অত্যন্ত যত্নের সাথে শুধুমাত্র আমাদেরকে ভাল রাখার জন্য দিয়ে রেখেছেন এই আল-কুর’আনে। খুব আফসোস হচ্ছে ,খুব বেশী আফসোস হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার জন্য। “A single piece of Ayah doesn’t exist in our education” Alas!!!!!

এমনকি সিংগেল একটি আয়াহ এর অনুবাদও নেই পুরো চারটা বছরে। কিভাবে আমাদের উন্নতি সম্ভব! আমরা চাই ওমর (রাঃ) হতে ( যাঁর শাসন আমলে যাকাত গ্রহনের জন্য উপযুক্ত লোক খুঁজে পাওয়া যেত না), খালিদ বিন ওয়ালিদ (রাঃ) হতে ( যিঁনি কোন যুদ্ধে পরাজিত হননি), ওমর ইবনে আব্দুল আজিজ হতে( যাঁর শাসন আমলে প্রত্যেকটা মানুষ ছিল ধনী )। অথচ আমরা তাঁদের মত হতে চাই কোর’আন ছাড়া।
আহ! আফসোস কতটা যত্নে আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার সাথে কথা বলার জন্য, আমাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য এই কোর’আন পাঠালেন। আমাদেরকে আগুন থেকে বাঁচাতে একটা পরিপূর্ণ গাইডলাইন দিলেন। আর আমরা সেই আগুন থেকে বাঁচতে চাইছি, দুনিয়া ও আখিরাতে সফলতা কামনা করছি কোর’আন ছাড়াই।

“It is a remembrance….a lesson….a light”
“That have cure for hearts”
‘and it is our intercessor at the Day of Resurrection’
‘Its verses quench the thirsts of all….’
‘and its merits are the source of guidance’
‘By loving it, we step up in Janat’
‘Our life will never be straight……’
‘Except it……………..’
‘it is Qur’an…. It is Furqan..’
‘The universes listen to it…..’
‘and it’s words perfume the ears’
‘It is The Qur’an’

Huwal Quran - Vocal
Maher Zain

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনি আমাদের ওমর, আপনি আমাদের খালিদ বিন ওয়ালেদ, আপনি আমাদের তারেক বিন সোলায়মান; খুশী থাকেন।

ওমরের সময় দুর্ভিক্ষ হয়েছিল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

মামুন রেজওয়ান বলেছেন: কোন কিছুর অপ্রাপ্তি হতে দুঃখবোধের সৃষ্টি হয় জনাব। আফসোস এত কিছু ধরতে পারলেন অথচ লেখায় না পাওয়ার সুরটা ধরতে পারলেন না। আর আমার যতদুর মনে পড়ছে খলিফাদের শাসন আমলে দুর্ভিক্ষ নিষিদ্ধ এরকম কোন কথা ইসলামে বলা হয়নি।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৬

মাহমুদুর রহমান বলেছেন: খুবই দুঃখজনক।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

মামুন রেজওয়ান বলেছেন: সত্যিকার অর্থেই।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: দেখলাম।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৭

মামুন রেজওয়ান বলেছেন: ধন্যবাদ জনাব।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: @গাজী খলিফাদের সময় দুভিক্ষ হবে না কোথাও বলা ছিল নাকি--আপনি আগেও একথাটা অন্য এক পোষ্টে দাম্ভিকতার সাথে লিখেছেন-তো বলেন তো বাংলাদেশে আপনি দুভিক্ষ দেখেছেন/শুনেছেন কিনা-

---দুভিক্ষের জন্য শুধুমাত্র শাসকরাই দায়ী-???

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

স্রাঞ্জি সে বলেছেন:


তাহলে এবার থেকে কোরআন পড়া, গবেষণা শুরু করে দেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

মামুন রেজওয়ান বলেছেন: উদবুত। আমি কি করব না করব এইটাও কি আপনার মতানুসারে হবে নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.