নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
"আর আমরা তাদেরকে যমীনে বিভিন্ন দলে বিভক্ত করেছি ; তাদের কেউ কেউ সৎ কর্মপরায়ণ আর কেউ অন্যরূপ । আর আমারা তাদেরকে মঙ্গল ও অমঙ্গল দ্বারা পরীক্ষা করেছি , যাতে তারা প্রত্যবর্তন করে।"
Al-Quran 7:168
২.
"তুমি তো সতর্ক কেবল তাকেই করতে পার যে লোক উপদেশ মেনে চলে আর দয়াময় (আল্লাহ)-কে না দেখেও ভয় করে। অতঃপর এদেরকে তুমি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দাও।"
Al-Quran 36:11
৩.
"বলুন, ‘তোমারা যে মৃত্যু হতে পলায়ন কর সে মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাত করবে। তারপর তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে গায়েব ও প্রকাশ্যের জ্ঞানী আল্লাহর কাছে অতঃপর তোমারা যা আমল করতে সে সম্পর্কে তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন।"
Al-Quran 62:8
৪.
"যেদিন অগ্নিতে তাদের মুখ ওলট পালট করা হবে সেদিন তারা বলবে, হায়! আমরা যদি আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করতাম। "
Al-Quran 33:66
৫.
"নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।"
Al-Quran 4:58
৬.
"বলুন, 'হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ---আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়ো না; নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।"
Al-Quran 39:53
আমি ক্রিয়েটিভ কাজ খুব পছন্দ করি। আল্লাহ কেন যেন, আমাকে ক্রিয়েটিভিটির উপর আলাদা একটা ঝোঁক দিয়েছেন। আমার পড়ালেখার বিষয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। অথচ আমি শিখে বসে আছি গ্রাফিক্স ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং (কিছুটা), ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েটিং ইত্যাদি। আর টুকিটাক বইমেলায় বইয়ের পাতায় লেখা এক আধটু বেরও হয়েছে এই অধমের। সৃজনশীলতার উপর আলাদা একটা ভালবাসা থাকায় প্রত্যেকের সৃজনশীল কাজ আমি পছন্দ করি। উপরের চিত্রগুলোও ক্রিয়েটিভিটির কিছু নমুনা। যদিও খুব সহজ কাজ। রেডিমেইড ব্যাকগ্রাউন্ডের উপর টেক্সটের কিছু কাজ। কিন্তু আল্লাহর নিকট পছন্দনীয় কাজের মাপকাঠিতে অনেক উপরে। আর সবচেয়ে আনন্দের বিষয় এই কাজগুলোর মধ্যে শুধুমাত্র একটা আমার করা বাকীগুলো আমাকে করে দিয়েছে আমার প্রিয় ভাইগ্না মোতাহার হোসেন। মা-শা-আল্লাহ।
ছবিগুলো আপনারা যে কেউ মোবাইলের হোম স্ক্রিন বা ওয়ালপেপার হিসাবে ব্যবহার করতে পারেন। কেউ যদি ছবিগুলোর অরিজিনাল ফাইল নিতে চান তবে কমেন্টে আপনাদের ইমেইল এড্রেসটি দিবেন। ইন-শা-আল্লাহ আমি সেন্ড করে দিব।
২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
মামুন রেজওয়ান বলেছেন: জাযাকাল্লাহু খায়রান।
২| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১০
কে ত ন বলেছেন: ওয়ালপেপার হতে হলে রেজ্যুলুশান স্ক্রিন সাইজের সাথে মিলিয়ে নিতে হয়। আপনার একটা ছবিও স্ক্রীন সাইজের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
মামুন রেজওয়ান বলেছেন: দু:খিত জনাব। আপনি সম্ভবত পিসি কিংবা ল্যাপটপের ওয়ালপেপার হিসাবে সেট করতে চাচ্ছেন। এই ছবিগুলো শুধুমাত্র মোবাইলের ওয়ালপেপার হিসাবে ব্যবহার করতে পারবেন। আর যদি এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে চান তবে রেজ্যুলেশন খুব ভাল পাবেন না।
৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৩
রাজীব নুর বলেছেন: ইয়া আল্লাহ, খাঁটি মুসলিম না বানিয়ে কবরে নিও না !
২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
মামুন রেজওয়ান বলেছেন: ইন-শা-আল্লাহ
৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫২
রেজিষ্ট্রেশন বলেছেন: [email protected]
২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
মামুন রেজওয়ান বলেছেন: আলহামদুলিল্লাহ ভাই ফরওয়ার্ড করে দিয়েছি, চেক করে জানাবেন।
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৪৮
ওমেরা বলেছেন: খুব সুন্দর!