নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

মামুন রেজওয়ান

মামুন রেজওয়ান › বিস্তারিত পোস্টঃ

"একটি উক্তির ফলাফল"

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:৩৬

"Because if you are tolerant of everything, then you stand for nothing"

আপনার কোম্পানিতে আপনার বসের জন্মদিন। সাব-অর্ডিনেট হিসাবে আপনি ভাবলেন বসকে উইস করা উচিৎ। বিশাল পার্টি এরেঞ্জ করে কেক কাটার মাধ্যমে আপনার বসকে শুভেচ্ছা জানালেন। আপনাকে জিজ্ঞাস করা হল যেখানে মহানবী (সাঃ) জীবিত থাকা অবস্থায়ও তাঁর সাহাবীরা (রাঃ) কখনও জন্মদিনের পার্টিতো দূরে থাকুক জন্মদিন পর্যন্ত উইশ করেনি সেখানে আপনি কিভাবে আপনার বসকে জন্মদিনের শুভেচ্ছা জানান? যেখানে সাহাবীরা (রাঃ) আপনার চেয়ে শতগুনে বেশী ভালবাসতেন আল্লাহর রাসূলকে (সাঃ)। আপনি উত্তর দিলেন, আরেহ সমাজ বলে একটা ব্যাপার আছে না? সমাজে থাকলে সামাজিকতা মেনে নিতে হয়।
অর্থাৎ এই ক্ষেত্রে "You are tolerant in your ethical rules".

সেই আপনি কোম্পানির ট্রিপে পরিবারকে নিয়ে ভ্রমনে যাওয়ার সুযোগ পেয়েছেন। লস এঞ্জেলসে সমুদ্রের পাশে আপনাদের জন্য রুম বুকিং করা হয়েছে। আপনার পার্শ্ববর্তী রুমের আইরিশ ভদ্রলোকটির সাথে আপনার খুব সখ্যতা গড়ে উঠেছে। এক দুপুরে হঠাৎ আপনার আইরিশ বন্ধুটি আপনার স্ত্রীকে দেখে বলে উঠল....
--Your wife is so much beautiful. I want to hug her.
-- How dare you to say that!!
আপনার উত্তর শুনে আপনার আইরিশ বন্ধু আকাশ থেকে পড়ল।
--What are you saying dude! It's a culture. It is a system of showing tribute to a wonderful lady. She deserves it.
আপনি রাগের মাথায় গজড়াতে থাকলেন এবং বললেন,
-- This is not our culture. Our wives are like treasure to us. We don't show this treasure anyone.

এবার আপনাকে প্রশ্ন করতে ইচ্ছা করবে আমার "Where is your society now?"
সেই সমাজ আপনার স্ত্রীকে জড়িয়ে ধরা, তার সাথে বেলি ড্যান্স করাকে সামাজিকতা মনে করে। তাহলে আপনার সামাজিকতা কোথায়? "Actually you are tolerant with your spinal cord" আপনার নিজস্বতা বলে কিছু নেই। আফসোস!
আপনার কার্যকলাপ দেখে বোঝার উপায় নেই যে, আপনার নিজস্ব সংষ্কৃতি, নিজস্ব সমাজ বলতে আদৌ কিছু আছে নাকি? যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারন করাকে বলা হয় মেরুদন্ডহীনতা। যাদের নিজস্ব কোন ধারন ক্ষমতা নেই। কিন্তু কোর'আন এসেছিল আপনাকে একটি সমাজ দিতে, একটি জীবন ব্যবস্থা দিতে। আফসোস!

উপরের লাইন দু'টি এক ক্যাথোলিক ক্রিস্টিয়ানের করা। কথাটার যথার্থতা বুঝতে অক্ষম হলে আসলেই "We are tolerant of everything as a result we are stand for nothing."
এই জন্য আমরা জানিনা কার সাথে হ্যাশট্যাগ মেরে বলা উচিৎ
#We_stand_for_Palestine or
#We_stand_for_মনি, ফনি ব্লা ব্লা ব্লা

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:৫২

এপোলো বলেছেন: খুবই বাস্তবসম্মত একটা দৃশ্যপট। আসলেই কি আমাদের নিজস্ব সংস্কৃতি বলে কিছু আছে?

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৬

মামুন রেজওয়ান বলেছেন: চিন্তার বিষয়, আরও বেশী চিন্তার বিষয় চুষীল সমাজ নিয়ে।

২| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: চাকরী বাঁচাতে অনেককে মেরুদন্ডহীন হতে হয়।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৬

মামুন রেজওয়ান বলেছেন: সহমত

৩| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:২৮

নতুন বলেছেন: এক দুপুরে হঠাৎ আপনার আইরিশ বন্ধুটি আপনার স্ত্রীকে দেখে বলে উঠল....
--Your wife is so much beautiful. I want to hug her.


এই কাহিনি কি বড় হুজুর করেছে? নাকি কোন আইরিশকে করতে দেখেছেন?

আপনাকে জিঙ্গাসা করা হইলো আপনি উট, ঘোড়া থাকতে কেন বাস,সাইকেলে চড়েন? যেখানে রাসুল সা ঘোড়ায় এবং উটে চড়েছেন? এই দুই প্রানী এখনো আছে কিন্তু আপনি কেন এই ছুন্নত পালন করছেন না? যেখানে হাজারও সাহাবারা উটে চড়েছেন, সাহাবারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন।???

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৬

মামুন রেজওয়ান বলেছেন: সুন্নাত নিয়ে যদি আপনার এটাই ধারনা হয় তাহলে আমার পরামর্শ থাকবে আপনি আরেকটু পড়াশোনা করুন। কোথাও নিষেধ নেই যে, সাইকেল, বাসে চড়া যাবেনা।

৪| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:



আপনি কি মেসওয়াক করেন না টুথব্রাশ ব্যাবহার করেন?

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৭

মামুন রেজওয়ান বলেছেন: মেসওয়াকও ব্যবহার করি পেস্টও ব্যবহার করি।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ২:০৮

প্রতিদিন বাংলা বলেছেন: উদাহরণ দুটি ঠিক হয়নি ,
পেশার ও পরিবারের অবস্থান এক নয়
আর সব ওকে।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৬

নগরবালক বলেছেন: কোন হুজুরের ওয়াজ এটা? চমৎকার গল্প বলেছেন। অধিকাংশ ওয়াজী হুজুরের গল্প নারীদের বুক পেটের আশেপাশে ঘুরাফেরা করে।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৯:৫১

মামুন রেজওয়ান বলেছেন: অধিকাংশ হুজুর কি করে সেটা সেই অধিকাংশ হুজুরকেই শুনিয়েন।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫০

নগরবালক বলেছেন: আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

এই কথাটি আপনার প্রোফাইলে লিখা রয়েছে, এই উপন্যাস বলতে কি আপনি আরব্য রজনী বুঝিয়েছেন। নাকি আপনি হাজার হাজার মুসলমান যে বিশ্বাস বুকে ধারন ও লালন পালন করে সেই বিশ্বাসকে আপনি আরব্য উপন্যাস বলেছেন।

আপনার উপরোক্ত লাইনের মাজেজা কি একটু দয়া করে বুঝিয়ে দেবেন?

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৯

মামুন রেজওয়ান বলেছেন: উপন্যাস বলতেই যে, একটা ক্যাটাগরি করে ফেলা হয়েছে যেখানে শুধু ঠায় পাবে নারী পুরুষের রগরগে শারীরিক সম্পর্কের বর্ণনা সেটা থেকে আগে বেরিয়ে আসি।

৮| ০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:২১

নগরবালক বলেছেন: উপন্যাস বলতেই যে, একটা ক্যাটাগরি করে ফেলা হয়েছে যেখানে শুধু ঠায় পাবে নারী পুরুষের রগরগে শারীরিক সম্পর্কের বর্ণনা সেটা থেকে আগে বেরিয়ে আসি।

উপন্যাসে নারী পুরুষের রগরগে শারীরিক সম্পর্কের বর্ননা দেয়া হয় ?? কোন উপন্যাসে ?

আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।
এই উপন্যাস কোন উপন্যাস? এখানেই কি রগরগে বর্ননা দেয়া হয়েছে ?

১২ ই মে, ২০২২ বিকাল ৩:১০

মামুন রেজওয়ান বলেছেন: "এই কথাটি আপনার প্রোফাইলে লিখা রয়েছে, এই উপন্যাস বলতে কি আপনি আরব্য রজনী বুঝিয়েছেন। নাকি আপনি হাজার হাজার মুসলমান যে বিশ্বাস বুকে ধারন ও লালন পালন করে সেই বিশ্বাসকে আপনি আরব্য উপন্যাস বলেছেন।"
সালমান ফারসী (রাঃ) যে বিশ্বাসের খোঁজে রাজপ্রাসাদ ছেড়ে আরব মরু পাড়ি দিয়ে মহানবী (সাঃ) এর সন্ধান পেয়েছিলেন আমিও সেই সত্যই ধারনের চেষ্টায় আছি। দেরীতে প্রতুত্তর দেওয়ার জন্য দুঃখিত।

৯| ০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩২

মোহামমদ কামরুজজামান বলেছেন: আমরা তাই করি , যাতে আমাদের আগ্রহ ও স্বার্থ রক্ষিত হয়। আর এসব জায়গায় আমাদের নিজস্ব বলে কিছু নেই।
স্থান-কাল-পাত্রভেদে নিজস্বতার পরিবর্তন পরিলক্ষিত হয়।

১২ ই মে, ২০২২ বিকাল ৩:১৩

মামুন রেজওয়ান বলেছেন: পার্থক্যটা এখানেই। নিজের নফসের দাসত্বে বন্দি নাকি নফসকে আল্লাহর দাসত্বে বন্দি করতে পারছি এটাই পরীক্ষা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.