নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা আগের পর্ব পড়তে চান বহুরুপী
--কিরে দোস্ত আছিস কেমন??
--আর বলিসনা রেস্টুরেন্টের বসটা হেভি কড়া। আমি মেয়ে মানুষ আমাকে দিয়ে ডেইলি এত আইটেম রান্না করালে ভাল লাগে??
--বাদ দে। এখন তোর ক্যারিয়ার মাত্র শুরু। এখন প্রেশার না নিলে কিভাবে সাকসেস পাবি?
-- সবইতো ঠিক ছিল কিন্তু রেস্টুরেন্টে রান্না শুরু করার পরই খুব মন খারাপ লাগে, বাসায় ছোট বাচ্চাটাকে রেখে আসতে হয়।
-- ধুর এখন বাচ্চার কথা বাদ দে। সামনে তোর উজ্জ্বল ভবিষ্যত। কাজের প্রতি মন দে।
-- কিরে দোস্ত কেমন আছিস??
-- আর বলিসনা নতুন বিয়ে করে কিযে যন্ত্রনায় আছি। বাবা জোর করে এক হুজুরের সাথে বিয়ে দিল এখন কত কি যে করতে হয়?
-- কেন কি হয়েছে??
-- ডেইলি রান্না করতে ভাল লাগে বল। আমার কত স্বপ্ন ছিল একটা রেস্টুরেন্টের সেফ হবো। প্রতিদিন মানুষকে রান্না করে খাওয়াবো।
-- তো তাই কর এখন। তুইতো ট্রেইনিং করেছিলি কুকিং এর উপর। অমুক রেস্টুরেন্টে একটা সার্কুলার আছে , দেখ ট্রাই করে।
-- কিন্তু বাচ্চাটার খাওয়া , দাওয়া? আর বর অফিস থেকে এসে কি খাবে?
-- ধুর ১০ হাজার টাকায় একটা মহিলা কাজের মেয়ে রেখে দিবি। রান্না করে যাবে, আর বাচ্চাকে দেখবে তুই না আসা পর্যন্ত।
-- নাহ, ও রাজী হবেনা।
-- ডিভোর্স দিয়ে দে। এরকম স্বামীর ঘরে থেকে সারাজীবন রান্না করেই কাটাবি নাকি??
(আমিতো দর্শক বিপাকে! রেস্টুরেন্টে রান্না করে সারাজীবন কাটাবে নাকি বাসায়? এই চিন্তায় আমি মামলেট অমলেট গুলিয়ে ফেলেছি)
২| ১৬ ই জুন, ২০২৩ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: পড়লাম।
১৩ ই জুলাই, ২০২৩ রাত ৯:১৯
মামুন রেজওয়ান বলেছেন: ভাল লাগলো প্রিয় পাঠক
৩| ১১ ই জুলাই, ২০২৩ সকাল ১০:০৭
মোঃ মোক্তার হাসান সবুজ বলেছেন: দারুণ লাগল।
১৩ ই জুলাই, ২০২৩ রাত ৯:১৯
মামুন রেজওয়ান বলেছেন: জাঝাকাল্লাহু খাইরান প্রিয় পাঠক
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২৩ রাত ১১:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই পোস্টটি আপনাকে উৎসাহ দেয়ার জন্য নির্বাচিত পাতায় নেয়া হলো। পরামর্শ থাকবে যে কোন গল্প সর্বাধিক তিন পর্বের ভেতর শেষ করতে। অহেতুক পর্ব বাড়িয়ে লাভ নেই।