নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জমি জমা সংক্রান্ত বিড়ম্বনা - আর না আর না ।

সার্ভেয়ার/আমিন সাব

সরকারী সনদ প্রাপ্ত সার্ভেয়ার/আমিন।

সার্ভেয়ার/আমিন সাব › বিস্তারিত পোস্টঃ

ব্লগার হত্যা! অতঃপর আমি এবং আমার মা ।

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:০২

মা----বাবা তুমি আর কম্পুটারে লেখা লেখি করবা না
আমি---- কেন মা ?
মা----খবরে শুনতেছি কম্পুটারে যারা নাকি লেখা লেখি করে তারা সবাই ব্লগার, তাদেরকে মাইরা ফেলা হচ্ছে!
আমি----আমার মাকে যে কি বলবো,কি কথা বলে যে তাকে বুঝাবো, ক্ষণিকের জন্য ভাষা হারিয়ে ফেললাম।

আমার মার বয়স ৭০/৭৫ বছর হবে, লেখাপড়া তেমন একটা জানে না, ভাল মত কম্পিউটারের নামটাও বলতে পারে না (কম্পুটার বলে)।
কিন্তু আমার এই কমশিক্ষিত মা, মমতাময়ী মা, দরদী মা, অনেক কষ্টের মাঝে যে আমাকে জ্ঞানের আলো দান করেছে সেই সংগ্রামী মা।
আমার মা চায় না আমার সন্তান অকালে কারো হাতে প্রান দিক।
আমি আমার মার কথা থেকে এটুকুই বঝতে পারলাম, কম্পিউটারে ইন্টারনেটে যারা লেখালেখি করে তারা সবাই ব্লগার (খারাপ) । একটা গ্রুপ এই খারাপ
লোকদেরকে হত্যা করে।

আজ অত্যন্ত বেদনাভরা মন নিয়ে দুকলম লিখতে বসছি। কারন আমার মায়ের শঙ্কা, আর প্রতিদিন পত্রিকা পাতা, সামু,স্যাটালাইট চ্যানেল খুললেই দেখতে পাচ্ছি একের পর এক আমার ব্লগার ভাইদের হত্যা করা হচ্ছে। আইন শূক্খলার অবগতি যেমন তলানিতে, তেমনি তলানিতে আমাদের নিরাপত্তাহীনতা(বেচে থাকার আশা)। প্রতিদিন ঘুম থেকে উঠে সুষ্টি কর্তার কাছে শুকরিয়া আদায় করি, এজন্য যে--আজ রাত কোন দুর্বিত্ত দ্বারা হামলার শিকার হইনাই।

আত্বকথা ঃ- আমি একজন সরকারী সনদ প্রাপ্ত সার্ভেয়ার/আমিন, জমা-জমী সক্রান্ত কাজ করি, অবসরে সামুতে দুকলম লেখা---সবচেয়ে পড়তেই খুব ভালোবাসি। আমার মাঝে মাঝে খুব ভয় হয়, কেন জানেন ? যখন ভাবি আমি কি একজন ব্লগার, কারন এ নামটা আজ নিরাপত্তাহীনতায় ভগছে।
আমার আরও ভয় হয় হয়তো আমার মায়ের মত এরকম অনেক মায়ের শঙ্কা দুর করতে যেয়ে অনেক সন্তানই আর লেখলেখি করবে না, ফলে আমরা হারাবো অনেক প্রতিভা সম্পর্ন ব্লগারকে।
















মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ের আশংকা উড়িয়েও দেয়ার উপায় নেই।

একদল না জেনে ভাবছে ব্লগার মানেই খারাপ, আরেক দল জেনে শুনে এই ভুল ভাবনার সুবিধা নিয়ে রাজণীতি করতেছে- তারা সত্যিকারের খারাপ!

সকল মায়ের মনে সন্তানের জন্য জীবেনর নিরাপত্তা বোধ ফিরে আসুক।

++

২| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

ঢাকাবাসী বলেছেন: একজন মানুষকে খুন করেছে এটা না বলে সবাই তাকে ক্লাসিফাই করে খালি ব্লগার কেন বলছে তা বুঝতে পারছিনা। সরকারের সুবিধা, তারা বলবে 'সংযত হয়ে লিখতে পারেননা? নাস্তিক হলেন কেন, ইত্যাদি।

৩| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

আহলান বলেছেন: হুমম ...কথা সত্য ... এলাকার মসজিদের হুজুরে পর্যন্ত কয় বলগার মানেই নাস্তিক ...খারাপ .... কি যুগ যামানা যে আইলো ... !!

৪| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

খোলা মনের কথা বলেছেন: সহমত আপনার সাথে। ব্লগার নামটিই এখন নিরাপত্তাহীনতার ভিতর।

৫| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

খোলা মনের কথা বলেছেন: সহমত আপনার সাথে। ব্লগার নামটিই এখন নিরাপত্তাহীনতার ভিতর।

৬| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

খোলা মনের কথা বলেছেন: সহমত আপনার সাথে। ব্লগার নামটিই এখন নিরাপত্তাহীনতার ভিতর।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

প্রামানিক বলেছেন: ব্লগার নামটিই এখন নিরাপত্তাহীনতার ভিতর কথা ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.