নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষআজিজ

মানুষআজিজ › বিস্তারিত পোস্টঃ

গল্প

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৬

#ছাতিম_ফুলের_ঘ্রার্ণ_এবং_কয়েকটি_জীবনের_গল্প । মানুষ আজিজ

-বাসুদা বাড়ি আছ ?
-কে?
-মানুষ ।
-কেন এসেছো তুমি ?
-সন্ধের বৃষ্টির ছাতিমফুলের ঘ্রাণ বের শহরে তোমাকে মনে পড়লো খুব ।
-ওপাশ থেকে নিশ্চুপ ।
-বাসুদা ? দরজা খুলবে না ? রেগে আছ খুব ? তোমার জন্য কিন্তু বিক্রমপুরের মিষ্টি নিয়ে এসেচি ।
-মিষ্টি খাইয়ে রাগ ভাঙ্গাতে এসেছো ! কোনদিন ক্ষমা করবো না তোমাদের ।
-কেন বাসুদা ? ওমন বলচো ?
-তোমার সাথে সহজ হবার বিষয় নয় মানুষ । তুমি চলে গেলেই খুশিঁ হবো ।
-যাকে রাগ দেখাবার তাকে তো কিছু বলতে শুনিনি তোমায় ? সব দুষ আমার ?
-পুরনো কথা টেনে আর লাভ নেই ওগুলো আমার জীবন পরিবর্তন করতে আসবে না ।
-কিন্তু ভুল বুঝে তো আছ ?
-না , কারও প্রতিরাগ নেই ।
-তাহলে?
-এটা একাকিত্ব থাকার ফসল ;
-চলে যাবো তাহলে ?
-হ্যাঁ ,চলে গেলেই খুশিঁ হবো ।
-মিষ্টিটা রেখে যাই ? নিয়ো পরে ?
-না ওটাও নিয়ে যাও ।
-ও পাঠিয়েছে ? বললো তোমায় দিতে ? রেখে যাবো ?
-ওপাশ থেকে আর শব্দ নেই ।
-রেখে গেলাম তাহলে ?
-ওপাশ থেকে কোন শব্দ নেই ।
-পর দরজার কাছে মিষ্টি রেখে চলে এলেম ।

বি:দ্র: বাসুদার স্ত্রী লাবন্য ছিল । লাবন্যর সাথে প্রকাশ্য প্রেম করতাম, বাসুদার আয় -ইনকাম তেমন ছিল না । তাই আমি ওদের জন্য অনেক কিছু নিয়ে আসতাম , বাসুদা কিছু বলতো না । আমি ওদের বাসায় আসলেই বাসুদা ঘন্টা দেড়েকের জন্য বের হয়ে যেত । আমাদের প্রেমে কোন বাধাঁ ছিল না, বাসুদা জানতো সবই তবুও সে চাইতো এভাবেও যদি লাবন্য থাকে তবুও থাকুক সাংসারে একজন নারীতো আছে যিনি রোজ রাত্রিরে পাশে শুয়, তার অসুক বিসুকে একটু খেয়াল করে । বাসুদা আমাকে কিছু বলতো না , লাবন্যর কাছে নাকি কান্না কাটি করে বলতো -যেন ওকে ছেড়ে না যায় । বাসুদা লাবন্যকে বুঝাতো -কত পুরুষ আছে সমাজে এক সাথে দু'টো সাংসার সামলায়, তুমিও না হয় নারী হয়ে সামলালে । কিন্তু আমি আর হতে দিইনি, লাবন্যকে বের করে নিয়ে এলাম আর বাসুদা একা হয়ে গেল । লাবন্য মাঝে মাঝে লাবন্য আর আমি এসে বাসুদাকে দেখে যাই, কিন্তু কখনো আমি একা এলে বাসুদা সমস্ত জেদ আমার ওপর ঢালে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বানান এর ভুলগুলো কি লেখকের ইচ্ছেকৃত? গল্পটা আরও বড় হওয়ার সুযোগ ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.