![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ও ভাই রিক্সাওয়ালা
বিদ্যা শিক্ষা কম
কঠিন কঠিন ইংরেজি শব্দ,
বলতে ফুরোয় দম।
নতুন কি এক ভাইরাস এখন
ছড়ছে দেশে দেশে
ভীষন রকম খারাপ নাকি
মৃত্যু হয় শেষে।
সবাই যখন ভয়ে কাতর
স্কুল কলেজ বন্ধ
ঘরেই নাকি থাকতে হবে
নয়লে কপাল মন্দ।
হাত ধুতে হয় বারে বারে
সাবান, কিসব দিয়ে
আমি ও ভাই গরিব মানুষ
কি লাভ হিসাব নিয়ে।
আইসোলেশন লক ডাউন
কি কি তোমারা বলো?
টিভি খুলে হিসাব করো
আজ ক'টা প্রাণ গেলো?
ওসব শব্দ বড়লোকের
আমার ক্ষেত্রে চলে?
তিন চাকা না ঘুরলে
ক্ষুধায় পেটটা জ্বলে।
প্যাডেল মেরে ঘুরাই চাকা
পরিশ্রমের হাত
দুই পয়সা রোজগার করি
তাতেই জোটে ভাত।
চাইলে তোমরা থাকতে পারো
সব বাদ দিয়ে ঘরে
অন্ন যোগার করতে আমার
প্রাণ থাকে না ধরে।
খাবার মজুদ করতে পারো
চাইলে বারো মাসের।
সাবাড় করে দিতে পারো,
পণ্য সকল দেশের।
আমি ও ভাই গরীব শ্রেনীর
দিন আনি দিন খাই
মূল্য বৃদ্ধির এই বাজারে
বাচার উপায় নাই।
তুমি জ্ঞানী, ধনিক শ্রেণী
প্লেনে চড়ে এসে
নিয়ম কানুন ভংগ করেও
তুমিই বীর দেশে।
এখন আমি খুজতে গেলে
পরিবারের আহার
দেখতে পেলেই পুলিশ বাবু
চালায় বেদম প্রহার।
ভাংছি নিয়ম শুধুই আমি
ছড়াচ্ছি এ রোগ।
তুমি নির্দোষ,আমি অপরাধী
আমার কারাভোগ।
দেখার নাইতো শোনার নাইতো
চাপা আর্তনাদ
ক্ষুধার জ্বালায় মরে গেছে
বেঁচে থাকার সাধ।
মনরে বুঝাই প্রশ্ন সুধাই
সমাজপতি বাপ
গরীব ঘরে জন্মই কি
আজন্ম পাপ?
২৫ শে মার্চ, ২০২০ রাত ১১:২০
মার্ক টোয়েন বলেছেন: ধন্যবাদ
২| ২৬ শে মার্চ, ২০২০ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: চমৎকার।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০২০ রাত ১১:১০
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখা। পড়ে অভিভূত হলাম। শুভ কামনা l