নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারনের মাঝেও অতিসাধারণ

মার্ক টোয়েন

মনের অনুভূতি প্রকাশ করে যাই বিক্ষিপ্ত কিছু শব্দমালায়।

মার্ক টোয়েন › বিস্তারিত পোস্টঃ

ডা.মঈন-এক ঝরে পরা তারা

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৪



আচ্ছা তোমরাকি তাকে মুক্তিযোদ্ধা বলবে?
যে মানুষের সেবা দিতে গিয়ে হারিয়েছে প্রাণ
নির্ঘাত মৃত্যু জেনেও যে চালিয়ে গেছে যুদ্ধ
জাতি কি মনে রাখবে তার অবদান?

তার তো নেই কোনো রক্তমাখা শার্ট
অথবা বুলেট বিদ্ধ হওয়ার শেষ আর্তনাদ
যে নিঃশব্দে নিরবে দিয়ে গেল প্রাণ
জাতি কি মনে রাখবে তার অবদান?

আচ্ছা এই যুদ্ধের কি লেখ হবে ইতিহাস?
অপেক্ষায় কত শত মঈন হয়ে যেতে লাশ।
অস্তগামী সূর্যের মত তারা হয়ে যাবে ম্লান।
জাতি কি মনে রাখবে তাদের অবদান?

কই আমরাতো দেখেছি গভীররাতে
মুক্তিযোদ্ধাকে পালিয়ে আহার দিতে
কত শংকা আর বুকে চাপা ভয়
শত প্রতিকূলতার মাঝে দিতে আশ্রয়।

কিন্তু আজও যুদ্ধ চলছে দেশে
ছিনতাই হয় যোদ্ধার আহার
কি নাম দিবে এই যুদ্ধের?
যেখানে শত্রু-মিত্র মিলে একাকার।

মেলেনি আশ্রয় মেলানি খাবার
বন্ধ হয়েছিলো ঘরের দুয়ার
তবুও যুদ্ধে দিয়ে যাবে তারা আত্ন বলিদান
জাতি কি মনে রাখবে তাদের এ মহান অবদান?

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৫

নেওয়াজ আলি বলেছেন: সকল প্রশংসা একমাত্র বিধাতার।

২| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: জীবিত আইসিইউ এম্বুলেন্স বণাম মৃত হেলিকপ্টার!
বিধাতা নীরবে হাসিয়া গেল!!!!

৩| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৬

সাইন বোর্ড বলেছেন: খুব কষ্ট হয় !

৪| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৪

করুণাধারা বলেছেন: সারাদিন এই ভাবনা ভেবে বিপর্যস্ত হয়ে আছি, কিছু বলার নেই। রোমেন রায়হানের কবিতা তুলে দিলাম:

মরণোত্তর
রোমেন রায়হান

মঈনরা আসে, এসে চলে যায়, কোথাও পড়ে না দাগ
নিরাপদে বসে, তুমি সংখ্যার করে যাও গুণ, ভাগ!
সেজেগুজে তুমি বক্তৃতা দিয়ে, ক্যামেরায় দিয়ে পোজ
অস্ত্রবিহীন আমাকে ঠেলিছ যুদ্ধক্ষেত্রে রোজ!

বুকের ভেতরে গুমরিয়ে ওঠে ঝঞ্ঝা ও বিক্ষোভ
মরে গেলে কী কী দেবে বলে প্লিজ দেখাতে এসো না লোভ।
অনেক করেছ ঘৃণা, অবহেলা, প্রাণ ভরে উপহাস
আমি মরে গেলে হেলিকপ্টারে তুলো না আমার লাশ।

যেখানে সাধুর মাথা অবনত, চোরের উচ্চ শির
সেখানে মরলে দোহাই আমাকে ডেকো না শহীদ, বীর।
রাষ্ট্রযন্ত্র, অনেক দেখেছি তোমার রক্তচোখ
করজোড়ে বলি, আমি মরে গেলে দেখাতে এসো না শোক।
১৫/৪/২০২০

৫| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৯

আহমেদ জী এস বলেছেন: মার্ক টোয়েন,




দুঃখজনক। সেবা প্রদানকারী চিকিৎকসকের ভেতরে প্রথম শহীদ।
চীরনিদ্রায় তিনি শান্তিতে থাকুন।

( শিরোনামের "ঝড়ে" শব্দটি সম্ভবত " ঝরে" হবে। )

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪০

মার্ক টোয়েন বলেছেন: ধন্যবাদ

৬| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১০

নাসরীন খান বলেছেন: রাজীব নূর আপনার সাথে একমত।এ বিভেদ আমাদের অনূর্বর মস্তিষ্কের সৃষ্টি।

৭| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৮

রাশিয়া বলেছেন: আমরা তাঁকে মুক্তিযোদ্ধা বলতে পারিনা। ছাত্রাবস্থায় সে শিবির করত বলে জানতে পেরেছি। তার পর থেকে তার প্রতি আমার আর কোন সহানুভূতি অবশিষ্ট নেই।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৮

মার্ক টোয়েন বলেছেন: তার কর্মের মূল্যায়ন করুন।মুক্তিযোদ্ধা এখানে একটি উপমা মাত্র।

৮| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১১

পদাতিক চৌধুরি বলেছেন: ভীষণ কষ্ট পাচ্ছি খবরটি শোনা থেকে। এতদিন জানতাম রোগী মারা যাচ্ছে। কিন্তু যারা মানবজাতিকে রক্ষা করবেন তাঁরাও যদি এভাবে চলে যান, আমাদের সাধারন মানুষের কি হবে। আগামী দিনে হসপিটাল সামলাবে কারা?
সাতনম্বরে আপনার প্রতিমন্তব্যটি ভালো লেগেছে। এই চরম সংকটে ওনানের একটাই পরিচয় বীর যোদ্ধা।

সকলের কল্যাণ হোক।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৯

মার্ক টোয়েন বলেছেন: মাত্র আরও একজন চিকিৎসক মৃত্যুর সংবাদ পেলাম।জানিনা এ তালিকার শেষ কোথায়।

৯| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: মনে রাখা উচিৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.