নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারনের মাঝেও অতিসাধারণ

মার্ক টোয়েন

মনের অনুভূতি প্রকাশ করে যাই বিক্ষিপ্ত কিছু শব্দমালায়।

মার্ক টোয়েন › বিস্তারিত পোস্টঃ

আম্পান রঙ্গ

২০ শে মে, ২০২০ দুপুর ১:০১



কভিডের জন্য সারা শহর লকডাউন।সব চায়ের দোকান বন্ধ।চা দোকানী রুস্তম গ্রামের শুকনা পুকুরের মাঝে চায়ের দোকান দিয়েছে যেনো সবাই সামাজিক দূরত্ব রেখে চা পান করতে পারে।সাথে একটা সুবিধা হচ্ছে পুলিশ আসার ভয় নাই।সমাজের বিশিষ্ট বিজ্ঞানী দের জন্য অবশেষে গবেষণাগার উন্মুক্ত হয়েছে।পুকুরের চারদিকে বিভিন্ন এলাকার লোক বসে আছে।

আজ গবেষণার বিষয় ঘূর্ণিঝড় আম্পান।
কিন্তু গবেষণা আজ বেশিদূর আগাইতে পারে নাই।নামকরণ নিয়ে ঝামেলা লেগে গেছে।

একদল বলতেছে আম্পান আরেক দল বলতেছে আমফান।

ভিষন বিপদ! নাম নিয়ে ঝামেলা লেগে গেছে মূল আলোচনা তো শুরুই করা যায় নাই।

সমস্যার আশু সমাধানের জন্য একজন মোবাইলে প্রথম আলোর নিউজের হেডলাইন দেখিয়ে বললো দেখেন মিয়া হুদাই না জাইনা ফাল পারেন। ভাল কইরা আম্পান বানান করে পড়েন।

ল্যাটা এইখানে চুকাইয়া যাইতো।কিন্তু আরেক জনে মোবাইল বের করে বলতেছে আমাদের কি মোবাইল নাই নাকি।সময়ের ব্রেকিং নিউজ দেখিয়ে বললো এই মিয়া দেখেন আমফান।

সমস্যা তো বেগতিক।দুইটার যে কোনো একটা তো ঠিক।কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে কেউ কাউকে মানবে না।

বিষয় টা সুরহার জন্য একজন স্বশিক্ষিত ব্যক্তি বললো দাড়ান ব্যপার টা আপনাদের সমাসের মাধ্যমে ক্লিয়ার করি।কারন বাঙালি আবার ভেঙে না বললে বোঝে না।

বলেন তো এখন কি ফলের সিজন?
সবাই বললো আমের সিজন।
এখন রোজার দিন ইফতারে আমরা কি খাই?
-শরবত খাই।
এইবার আম্পানে আসি।আম্পান শব্দ কে যদি আমরা সমাস করি তাহলে হয় আমের জুস পান মানে মধ্যপদলোপী কর্মধারয় সমাস।এখন আমের সিজন আর আমের জুস খুব সুস্বাদু দেইখাই এই ঝড়ের নাম দিসে আম্পান।কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে?

আপর দিকে আরেক জন চেচিয়ে বলে কি আদা বুঝ বুঝান। আমরা জীবনে মনে হয় সমাস পড়ি নাই।যেহুত সমাসের কথা বললেন তাহলে সমাস দিয়াই আপনাকে বুঝাই।

এখন কি রোগ চলে বলেন তো সবাই?
-করোনা।
করোনা নিয়া বাঙ্গালি যা করতেছে তা কি মজাক ছাড়া অন্য কিছু?
-কথা ঠিক কইছেন বাঙ্গালি করোনা নিয়া হেলা ফেলা করতেছে।
এইবার লাইনে আইছেন।আম হচ্ছে ফারসি শব্দ যার মানে হচ্ছে জনসাধারণ আর ফান হচ্ছে ইংরেজি শব্দ যার মানে হচ্ছে মজা। সমাস করলে দাড়ায় আমের ফান বা জনসাধারণের মজা যা ষষ্ঠী তৎপুরুষ সমাস।
আর এই জনগনের মজা ছুটানোর জন্যে এই ঝড় আসতেছে দেখে নাম দিছে আমফান।

শব্দ জ্ঞান নাই ভাষা জ্ঞান নাই এক লাইন সমাস পড়ে আইছে বড়বড় লেকচার মারতে।

এই কথা শুনে আগের ব্যক্তি দ্বিগুন ক্ষেপে গিয়ে বললেন তর পড়ালেখার জোর কতদূর জানা আছে।

জয়গাটা ছিলো ব্রাহ্মণবাড়িয়া জেলায়।পাশে দিয়া এক লোক যাওয়ার সময় চিতকার চেচামেচি শুনে চিন্তা করলো হাত থাকতে মুখ কেন?চাচায় যেহুত চেতছে তার মানে অপর পক্ষ নির্ঘাত চাচার সাথে বেয়াদবি করছে।

সাত পাচ আর বেশি চিন্তা না করে হাতে থাকা লাঠি দিয়া দিলো বারি।

কিছুক্ষণ পারে প্রথম আলো তে নিউজ ঘূর্ণিঝড় আম্পান কে নিয়ে কথা-কাটাকাটির জেড়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় দুই জনের মৃত্যু।

সময় টিভির ব্রেকিং নিউজ আমফান বিতর্কে ব্রাহ্মণবাড়িয়া জেলায় দুই জনের মৃত্যু।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২০ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: আমফান নিয়ে দুই জনের মৃত্যু???!!!!!!!!!!!!!!!!

২০ শে মে, ২০২০ দুপুর ১:১৪

মার্ক টোয়েন বলেছেন: কাল্পনিক গল্প।বাস্তবতার সাথে কোনো মিল নেই।

২| ২০ শে মে, ২০২০ দুপুর ১:৩১

সাইন বোর্ড বলেছেন: ভয়ংকর সময়ের মধ্যেও আমফান ও আমপান রঙ্গ, ভাল লেগেছে ।

২০ শে মে, ২০২০ দুপুর ২:৩৫

মার্ক টোয়েন বলেছেন: ধন্যবাদ।

৩| ২০ শে মে, ২০২০ দুপুর ১:৫৩

মুজিব রহমান বলেছেন: এতো বড় ঘটনায় মাত্র দুজনের মৃত্যু! ব্রাহ্মণবাড়িয়া কি ভাল হয়ে গেল নাকি?

২০ শে মে, ২০২০ বিকাল ৩:১২

মার্ক টোয়েন বলেছেন: এখনো বলা যাচ্ছে না।আগামী কয়েক বছরের ঘটনা বিশ্লেষণ করেই কেবল এই প্রশ্নের উত্তর দেয়া সম্ভব।

৪| ২০ শে মে, ২০২০ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কাল্পনিক গল্প।বাস্তবতার সাথে কোনো মিল নেই।

সময় টিভির ব্রেকিং নিউজ টাও মিথ্যা??

২০ শে মে, ২০২০ বিকাল ৩:১৪

মার্ক টোয়েন বলেছেন: কাল্পনিক সময় টিভির কাল্পনিক ব্রেকিং নিউজ।

৫| ২০ শে মে, ২০২০ দুপুর ২:৫৫

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো , নিখুঁত প্রকাশ।

২০ শে মে, ২০২০ বিকাল ৩:০২

মার্ক টোয়েন বলেছেন: ধন্যবাদ।

৬| ২০ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

কল্পদ্রুম বলেছেন: এবিপি আনন্দে লিখেছে 'উমপুন'। :>

৭| ২১ শে মে, ২০২০ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: ওকে। বুঝলাম।

আসলে কেউ দুস্টমি করে বললেও সত্যই ধরে নিই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.