নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারনের মাঝেও অতিসাধারণ

মার্ক টোয়েন

মনের অনুভূতি প্রকাশ করে যাই বিক্ষিপ্ত কিছু শব্দমালায়।

মার্ক টোয়েন › বিস্তারিত পোস্টঃ

নামহীন কাব্য

১৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:১৬


ছবি-সংগৃহীত

তুমি যা চেয়েছিলে তাই হয়েছে
এখন আমাদের মাঝে এক সমুদ্র দূরত্ব
হাত বাড়ালে আর পাই না তোমায়
বাতাসে ভেসে আসে না তোমার ঘ্রাণ
একই পৃথিবী কিন্তু দুই আসমান।
তোমার আকাশে সূর্য হাসে।
আমার মেঘে ঢাকা ঝঞ্জা বাতাসে।
পথ গুলো আজ ভীষন অচেনা,
বিভক্ত বিপরীতে।
রাতের আকাশে মিটিমিটি তারা
অমলিন সব স্মৃতি পটে।
ভালবাসা সে কি গিয়েছো ভুলে?
সহজে কি সব ভোলা যায়?
এত ঠুনকো ছিলো সব কিছু
তোমায় না দেখলে বোঝা বড় দায়।
তুমি তো এই চেয়েছিলে,
ভুল করে মনে না পড়ুক আমায়।
ভালবাসার দুয়ারে পরেছে কড়া
পুরনো স্মৃতি বৃথা হাতরায়।
আমার প্রতি তোমার অভিযোগ
জমে থাকা এক পাহাড় অভিমান
সব কি তেমনি আছে?
বাতাসের বেগে মাটি ক্ষয়ে যায়
সময়ের সাথে উচ্চতা হারায়।
হাঠাৎ কোনো ভূমিকম্প বা বর্ষায়
অভিমানের পাহাড় যদি ধ্বসে যায়,
শত সহস্র কিংবা তারও পরে।
তখনও দেখবে ঠাই দাড়িয়ে,তোমার প্রতিক্ষায়।
সেই একই আমি,একই ভাবে ভালবাসি তোমায়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪০

চাঁদগাজী বলেছেন:


এতবড় কবিতা লিখতে পারলেন, একটা শিরোনাম ভেবে বের করতে পারলেন না?

২| ১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:০৮

খায়রুল আহসান বলেছেন: বিরহের কবিতায় স্মৃতি রোমন্থন, হাহাকারটা একটু বেশীই মনে হলো।

৩| ১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৬

নেওয়াজ আলি বলেছেন: মহাসাগর দূরত্ব বুঝাইতে বরফের পাহাড়।

১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৭

মার্ক টোয়েন বলেছেন: দূরত্ব অন্তরের পাহাড় অভিমানের।

৪| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: বাতাদের বেগে মাটি ক্ষয়ে যায়? কবিতায় সব সম্ভব।

১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২২

মার্ক টোয়েন বলেছেন: বাস্তবেও হয় একটু চেস্টা করলে জানতে পারবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.