নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারনের মাঝেও অতিসাধারণ

মার্ক টোয়েন

মনের অনুভূতি প্রকাশ করে যাই বিক্ষিপ্ত কিছু শব্দমালায়।

মার্ক টোয়েন › বিস্তারিত পোস্টঃ

কথপোকথন

০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০১


ছবি- সংগৃহীত

আমাদের দেখা হবে
তারাদের মিছিলে।
অথবা দিগন্ত সীমারেখায়
গোধূলির আবছা লালে।
নয়তো পাহাড়ের চূড়ায়
নির্জন আকাশের নীলে।
কিংবা ট্রেনের কম্পার্টমেন্টের
জনাকীর্ণ কোলাহলে।
মুখোমুখি বসে আমরা
তাকিয়ে অপলক
হৃদয়পটে ভাসমান
পুরনো স্মৃতির ঝলক।
কিছুটা সম্বিত ফিরে
মুচকি হাসবো দুজন
জিজ্ঞাসিব তোমাকে
আছো তুমি কেমন?
তারপর পুরনো নতুন
কথায় ফুলঝুরি
মনেই হবে না পেরিয়েছে
মাঝে সময় তিন কুড়ি।
সেই তুমি একই আছো
শুধু চামড়ায় ভাজ
কন্ঠে এখনো সেই উচ্ছ্বাস
চাহনিতে মাখা লাজ।
কিছু সময় পর তুমি বলবে
তোমার নামতে হবে এখন
এত পথ পেরিয়েছে ট্রেন
সত্যি বুঝিনি কখন।
একই পথে যাত্রা করেও
পথ হয়েছিল ছিন্ন
আজও আমরা যাত্রী একই ট্রেনের
শুধু স্টেশন ভিন্ন।
হাত নাড়িয়ে জানাবো বিদায়
রুদ্ধ কন্ঠ দ্বার
যাও তবে আজ বেচে থাকলে
দেখা হবে আবার।
তারপর একদিন খবর হবে
জানতে পারবে তুমি
এই দুনিয়ায় সকল মায়া
ত্যাগ করেছি আমি।
তখন যদি চোখের কনে
জমে দুফোঁটা জল
স্বার্থপর পৃথিবীতে বড় প্রাপ্তি
আর কি হতে পারে বল?

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.