![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায়েনারা নাকি বিলুপ্তপ্রায়
বনে-জঙ্গলে পাওয়া যায়না
লোকালয় আজ হায়েনা সংকুল
তাদের গননায় ধরা হয় না।
মানুষের ঘরে জন্ম নিলে
বলি আমরা মানব।
মানুষের ঘরেই জন্ম তাদের
কিন্তু জন্তু দানব।
হস্ত-পদ, চক্ষু-কর্ণ
অবিকল মানব শিশু
চামড়ার নিচে বসবাস করে
বনের হিংস্র পশু।
খুবলে খুবলে খাচ্ছে তারা
হাড্ডি,রক্ত, মাংশ
ভয় কেন পাও তোমরা সবে
করতে তাদের ধ্বংস।
আজ নীরবতা, দেখে না দেখা
অন্যের বোন বলে।
অশ্রু তোমার অঙ্গার হতো
নিজের বোনটি হলে।
বনের পশুরা বনে সুন্দর
শিশুরা মাতৃক্রোড়ে
বন খালি আজ,বনের পশুতে
লোকালয় গিয়েছে ভরে।
রাস্ট্রযন্ত্র নীরব মন্ত্র
পাঠ করবে কত কাল
আর কত প্রাণ দিলে বলিদান
ধরবে নৌকার হাল।
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৬
মার্ক টোয়েন বলেছেন: ধন্যবাদ।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৭
Rajibrpsoft বলেছেন: ভালো লাগলো
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৮
রাজীব নুর বলেছেন: চমৎকার।
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০১
নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: হায়েনা।