নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারনের মাঝেও অতিসাধারণ

মার্ক টোয়েন

মনের অনুভূতি প্রকাশ করে যাই বিক্ষিপ্ত কিছু শব্দমালায়।

মার্ক টোয়েন › বিস্তারিত পোস্টঃ

দোষারোপ

৩০ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৫০


ছবি-সংগৃহীত

কি লাভ বলো? এই দোষারোপের খেলা করে
সেই দুদিন পার হলে তো যেতে হবে ছেড়ে
তবে কি লাভ বলো? তুলে ঝগড়ার তাল
যেথায় বাজবে বিরহের সুর অনন্ত অনাদি কাল।
এই আমি এই তুমি মাঝখানে বিশাল শুন্যতা
কেটে যাবে মহাকাল।
যেথায় দেখবে না কেউ কারো ছায়া,
এই চোখের পানি বা তার আড়ালে লুকানো মায়া।
এই পথ, তরু ছায়া, এই বাহু তনু কায়া
পরবে না পদচিহ্ন মোর।
শত চিৎকার, পাওয়ার আকুতি
সবই প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে তোর।
একাকি নির্জনতায় জানি আমাকেই পরবে মনে
আমি মেঘ হয়ে ছায়া দিব সন্তর্পণে।
বৃষ্টি হয়ে ঝরবো তোরই আকাশে
উড়াবো তোকে ঘূর্ণি- ঝঞ্ঝার প্রলয় বাতাসে।
তখনো কি দোষারোপ চলবে আমার নামে?
আমি রোদ হবো ছায়া হবো তবু ফিরবোনা অভিমানে।
যে হৃদয়কে হনন করা হয়েছে, বারে বার
সে হৃদয় আজ দেয়াল তুলেছে, শুনবে না চিৎকার।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ৩:৪৭

মিরোরডডল বলেছেন:




যে হৃদয়কে হনন করা হয়েছে, বারে বার
সে হৃদয় আজ দেয়াল তুলেছে, শুনবে না চিৎকার


কবিতা ভালো লেগেছে ।

২| ০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.