নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

আপনি কী আমার হবেন?

২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:৫৩

আপনি কি আমার হবেন?
যদি বিনাবাক্যে রাজি হয়ে যান আপনার সম্মানে এই পৃথিবীকে এক হাত দেখে নেবো,
চোখ বন্ধ করে ঢেলে দেবো হ্নদয়ের সমস্ত ঐশ্বর্য,
টেনে বের করবো আমার ভেতরের সমস্ত সৌন্দর্য,
দরকার পড়লে আপনার অপেক্ষায় কংকালের মত পার করে দেবো কোটি কোটি আলোকবর্ষ!

শুধু আপনার একটি 'হ্যা' উচ্চারণ শোনার জন্যে আমি শরীরে দাপুটে ব্যাটাগিরির স্বভাব মেখে,গলায় বাজখাই আওয়াজের ঝড় তুলে লেইস ফিতা চুড়ির ফেরিঅলার মত সবুজের অবিরল কোলাহলে হেঁটে বেড়াচ্ছি !

আপনি কি আমার মনের বাক্স হবেন?
আপনি অভয় দিলে বুকের চাতাল ভেংগে এক সেকেন্ডেই ভালোবাসার সুদীর্ঘ গিরিপথ তৈরি করবো,
বুকের রক্তে ফুটিয়ে তুলবো দামি দামি গোলাপ,
আপনি সদয় হলে রত্নখচিত দু:খকে ঘাড় ধরে বের করে দিয়ে প্রজাপতির রোমাঞ্চময় ডানায় উড়ে বেড়াবো কার্তিকের নীল কুয়াশায়!

আপনি একবার 'হ্যা' বললে
উজ্জ্বল হাসির ঝর্ণা ঝরাবে যৌবনমত্ত পূর্ণিমা
বুড়ো শামুকের মত নিথর শরীরেও লাগবে বেঁচে থাকার দুর্বার গতি,
আপনার একটি বারের মৌন সম্মতিতে দাড়িয়ে থাকা বোবা গাছের মুখেও ফুটবে জ্বালাময়ী আগুনের প্রথম ভাষা!

আমার অভিলাষের নিজস্ব বারান্দায় আপনাকে স্বাগতম…




মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুণ সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.