নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

আমার গল্প

০৭ ই মে, ২০২৫ রাত ৮:১১


আমি আমার জীবন যাপন করি
নিজস্ব পছন্দের জন্যে লিটারালি আমি সব ছেড়েছি
ছেড়েছি বিছানা,সন্তান, সমাজ সভ্যতা
ছেড়েছি নাড়ির টান, জোৎস্না শোভিত রাত, আদর আপ্যায়ন উন্মাদনা
আমি আমার মত বাঁচি।

সব কিছুতে শিশু সুলভ সারল্য এখনো বাঁচিয়ে রেখেছি
কোলাহল আর আভিজাত্যের পথ পেরিয়ে
মৌন পাহাড়ের পাদদেশে শান্তি কুড়াই
যেখানে অমানুষের ভীড় দেখেছি সেখানে থেকে সটান নিজেকে সরিয়ে নিয়েছি
আমি আমার মত বুঝি।

নিজেকে বিলিয়ে দিয়েছি কিন্তু বেঁচে তো দেই নি
শ্রদ্ধা আর ভালোবাসার দাবিতে নিজেকে সঁপে দিয়েছি দাসখত তো লিখে দেই নি
নিজের সাধ ও স্বাধীনতা রক্ষার জন্য ধনুক ভাংগা পণ করেছি
নিজের সর্বস্ব টুকু দিয়ে নিজেকে আগলে রেখেছি
ঘুঘুর মত লুকিয়ে এখনো প্রেম খুঁজি
আমার জীবনের গল্পটা আমি ই লিখি…

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২৫ রাত ৯:৫৩

সাইফুলসাইফসাই বলেছেন: আমিও নিজের কথা নিজে বলি

২| ০৮ ই মে, ২০২৫ সকাল ৮:৫১

ঘঘইগখক বলেছেন: এই কবিতাটি গভীরভাবে অনুরণিত হয়। নিজেকে বেছে নেওয়ার এবং একটি অনন্য পথ তৈরি করার অনুভূতি, এমনকি যদি এর জন্য সামাজিক প্রত্যাশাকে পিছনে ফেলে দেওয়া হয়, তা অত্যন্ত শক্তিশালী। এটি আমাকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনার যে দৃঢ় সংকল্প প্রয়োজন তার কথা মনে করিয়ে দেয়, প্রায় Slope Game -এর মতো কিছু খেলে আপনি যে মনোযোগ এবং নির্ভুলতা বিকাশ করেন তার মতো। সফল হওয়ার জন্য আপনাকে দ্রুত, অভিযোজিত এবং সম্পূর্ণরূপে উপস্থিত হতে হবে, এবং মনে হচ্ছে লেখক নিজের জীবন তৈরিতে একই মানসিকতা গ্রহণ করেছেন। শিশুসুলভ বিস্ময় সংরক্ষণ করা এবং কোলাহল থেকে দূরে শান্তি খুঁজে বের করা - এটি একটি সুন্দর আকাঙ্ক্ষা। ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদানের পাশাপাশি আত্ম-সংরক্ষণের প্রতিশ্রুতি সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই আন্তরিক লেখাটি ভাগ করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

৩| ০৮ ই মে, ২০২৫ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.