নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

শেষ অব্দি

১০ ই জুলাই, ২০২৫ রাত ৮:৩৫


রক্ত সম্পর্কীয় আত্মীয় যখন বাড়ির সদর দরজা দেখিয়ে বলেছিলো ওই পথেই তোমার গন্তব্য,
সেদিন কাঁপা আবেগে মাথার উপর আকাশ ভেঙ্গে পড়েছিল।
পথটা দূর্গম দুর্ভেদ্য হলেও শেষ অব্দি বেঁচে থাকার ঠিকানা হারিয়ে যায় নি।

জিপিএ কম বলে ক্লাসের ভালো ছাত্ররা প্লাস্টিক হাসি দিয়ে যখন বলেছিলো ওই পেছনের বেঞ্চেটাই তোমার ভবিষ্যৎ,
সেদিন বোবা আক্ষেপে হ্নদয় ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল।
অনাদর অবহেলায় পেছনের বেঞ্চে স্থান হলেও শেষ অব্দি ভবিষ্যৎটা পিছিয়ে যায় নি।

জাঁদরেল প্রকাশক মহোদয় যখন দাঁত খিচিয়ে বলেছিলো তোমার কবিতার যোগ্য জায়গা মোড়ের ওই‌ ডাস্টবিনটাই,
সেদিন নীরব বিলাপে পা দুটো পাথর হয়ে পড়েছিল।
বিরক্তি বিদ্রুপে জাঁদরেল মহোদয় ফিরিয়ে দিলেও শেষ অব্দি প্রাণের কবিতারা মরে যায় নি।


২২ বছর বিবাহিত জীবনে অর্ধাঙ্গিনী যখন ভালোবাসার হাতটা সরিয়ে নিয়ে পাশের বাড়ির দালান দেখিয়ে বলেছিলো তোমার সোহাগ চাই না আমার ওই দালান চাই,
সেদিন চোখের ভারী বর্ষণে আসমান জমিন এক সমুদ্র হয়ে পড়েছিল।
ক্ষোভ দুঃখে অর্ধাঙ্গিনী ছেড়ে গেলেও শেষ অব্দি মনে পুষে রাখা ভালোবাসাটা ছেড়ে যায় নি…

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২৫ রাত ১০:২৮

এইচ এন নার্গিস বলেছেন: বাহ ,ভালো লিখেছেন তো । জীবনের সব কষ্টকর অভিজ্ঞতা দিয়ে লেখা ।

১৭ ই জুলাই, ২০২৫ রাত ৯:১৮

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর ।

১৭ ই জুলাই, ২০২৫ রাত ৯:১৮

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.