| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুদ রানা শাহীন
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

এমন একটা সময় পেলাম
নগরের রোদে ঘামে চাপে ধূলোপড়া পাতা হয়ে গেলাম
লোক মুখে শুনি
শয়তানের কাছে মানুষের আত্মা বেঁচে দেয়া হয়েছে
সংক্ষিপ্ত ও ঝড়ো ইনিংসে সাফল্যের ফসল ঘরে উঠাতে চায় বেনিয়ার দলেরা
সাপ খেলানো বাঁশির সুরে কাছে ডেকে বুকে ছুরি বসাতে চায় “ফ্রেন্ডস ফর এভার”এর সদস্যরা
আমার সময় নাহয় ধুঁকতে ধুঁকতে চলে যাচ্ছে
আমার ভবিষ্যতটাও এমন যাবে ?
এমন একটা সময় পেলাম
বিগত যৌবনা নদীর মত শুকিয়ে গেলাম
মানুষের নির্মমতায় দুমড়েমুচড়ে মুমুর্ষ হয়ে গেলাম
লোক মুখে শুনি
সত্যবাদিতার দিন বাঘে খেয়েছে
বিশ্বাস ও আবেগের দাম প্রতি ইঞ্চি কেজি দরে বিক্রি হচ্ছে
আমার সময় নাহয় পস্তাতে পস্তাতে চলে যাচ্ছে
আমার ভবিষ্যতটাও এমন যাবে ?
এমন একটা সময় পেলাম
জীবনকে মৃত্যুর সামনে দেখতে দেখতে জ্যান্ত দাফন হয়ে যাচ্ছি
লোক মুখে শুনি
মানুষ গনতন্ত্র রাজনীতি হিমঘরে চলে গেছে
দেশের বারোটা বেজে গেছে আগেই
বাইরে বেরুলেই ককটেল পেট্রোলের শিখা ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলে
আমার সময় নাহয় তড়পাতে তড়পাতে চলে যাচ্ছে
আমার ভবিষ্যতটাও এমন যাবে ?
একটা তারকাখচিত প্রশ্ন রেখে এখন বিদায় নিতে চাই,
গোপন গভীর তলদেশের অধিক গভীর থেকে একটা প্রশ্ন উত্থাপন করে চলে যেতে চাই
সুনয়না সুডৌল সুশ্রী ধরনীর কাছে একটা প্রশ্ন রাখতে চাই:
আর কত ?
এভাবেই চলবে সব ?
চলে এভাবে ?
আমার সময় নাহয় ল্যাংড়াতে ল্যাংড়াতে চলে যাচ্ছে
আমার ভবিষ্যৎটাও এমন যাবে ?
আমার সন্তানের দিনটাও এমন ই যাবে ?
©somewhere in net ltd.