| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুদ রানা শাহীন
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

ভয় না পেয়ে প্রশ্ন করাই বেড়ে উঠা
প্রশ্ন করতে শিখে যাওয়াটাই এগিয়ে যাওয়া
প্রশ্ন করবো নিজেকে, প্রশ্ন করবো বড়দের
প্রশ্নের কড়া নজরদারিতে বাদ যাবে না একটি শিশু ও
এই শীতেই প্রশ্ন করতে করতে বেড়ে উঠবো
যেখানে সব প্রশ্নের উত্তর এক ঝুড়ি থেকেই তুলে নিবো
যা হবার এই শীতেই হোক।
এমন একটা দেশ হোক যে দেশ নিষ্ঠুরতার নয় হবে দরদের
খুনের নয় হবে স্বাভাবিক জীবনের
যে দেশ হরণের নয় হবে প্রাণের
এই বাসনার এই কামনার
আর নয় দেরি
আর নয় ঢিলেমি
এই দেশ হোক সোনার বাংলা
যেখানে জীবন ও প্রাণপ্রকৃতি মিলে হবে একাকার
যা হবার এই শীতেই হোক।
সময়ের জীবন্ত এনসাইক্লোপিডিয়াতে কিছু একটা লেখা হোক
লেখা হোক তরুন-তরুনীর গর্জনময় হাক-ডাকের কথা
লেখা হোক স্বাস্থ্যবান ফুটফুটে শিশুর কথা
সুস্থ সবল সুঠাম কৃষকের কথা
যেখানে লেখা থাকবে শষ্যের ডগায় বসে থাকা সোনালী ফড়িংয়ের কারুকার্য ডানার কথা
যা হবার এই শীতেই হোক।
এমন একজন কবিতার প্রফেট আসুক
যিনি কবিতায় অবলীলায় ভালোবাসা বিলিয়ে বেড়াবেন
যার এক ফোঁটা শব্দে সমুদ্রের ঢেউ খেলে বেড়াবে
এমন একজন বহুলপ্রজ লেখক আসুক যার এক একেকটি বাক্যে জ্বলে উঠবে জীবনের অসীম দীপ্তি
এমন একজন পথপ্রদর্শক আসুক
যিনি হেলে পড়া নুয়ে পড়া হৃদয়ে প্রাণশক্তি ও স্ফূর্তির অশেষ স্রোতধারা বইয়ে দেবেন
দিনশেষে একজন রাহবার আসুক
যেখানে বর্তমানে দাঁড়িয়ে তিনি ভবিষ্যতের আকাশ দেখতে পান
যা হবার এই শীতেই হোক…
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।