নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

বিদায় বললেই সব শেষ হয়ে যায় না

২৭ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৫


শুধু পেট ভরে খেতে পারলেই সব ক্ষুধা মিটে যায় না
এক প্যাকেট বিরিয়ানি আর এক খিলি পান চিবালেই ষোলকলা পূর্ণ হয় না
আশি বছরে পঁচিশ হাজার বই গিললেই জ্ঞানী হয় না
তুমি-আমির দুর্দান্ত রোমান্টিক পরম্পরার জন্য
বুকে বুক মিলিয়ে ধুকপুকুনি বিট শোনার জন্য
কাছে আছি,পাশে আছি ভালোবাসি শব্দটা শোনার জন্য
মানুষকে তার শেষ লড়াইটা চালিয়ে যেতে হয়
একা একা ভালো আছি বললেই ভালো থাকা যায় না।

বাতাসে মিলিয়ে যাওয়া চিমনির ধোঁয়ার মত অতীতের দিনগুলো হঠাৎ পাঁজরের বাম পাশটায় রিখটার স্কেলে নয় মাত্রার ঝাঁকি দিয়ে যায়
স্মৃতির রুমালগুলো আজো চৈতন্যের শিরায় শিরায় বিমূর্ত সন্ধ্যা নামায়
কবেকার সেই কথা কবেকার সেই কোলাহল আজোও বিমুগ্ধ করে বিবসিত করে
গলুইয়ের বিষণ্ন জলে আজো স্মৃতির সিম্ফনি বাজে
একা একা মুছে ফেলতে চাইলেই সব মুছে ফেলা যায় না।


ভালোবাসতে শিখিয়ে হাত ধরতে শিখিয়ে স্বপ্ন দেখতে শিখিয়ে
আচমকা হাতটা ছেড়ে দিলেই সব মিটে যায় না
সরি বললেই সব শেষ হয়ে যায় না
একবার বিশুদ্ধ ভালোবাসায় পুড়লে জ্বলন্ত সেই শিখায় এক সমুদ্র পানি ঢাললেও তা নেভে না
সত্যিকারে ভালোবেসে ফেললে জোড়াতালি দিয়ে হলেও তা টিকিয়ে রাখার আর্তি জন্মাবে
প্রতিরোধের শত প্রহর আসলেও সে ভালোবাসা টিকে যাবে
মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্তও সে ভালোবাসা টিকে থাকবে
সাতরংগা রামধনুর ভ্রূণরেখাতেও সে ভালোবাসা টিকে থাকবে
চৈত্রের বেভুল বাতাসে উড়তে থাকা ঝরা পাতাতেও সে ভালোবাসা টিকে থাকবে
ভাংগনের তীব্র ভাংচুরেও‌ সে ভালোবাসা টিকে থাকবে
একা একা বিদায় বললেই সব কিছু শেষ হয়ে যায় না…

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:০৭

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.