| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুদ রানা শাহীন
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

ভেবেছিলাম
সমূলে চিৎকার দিয়ে নিজের ভালোবাসাটা জানান দেবো
একদিন এই পৃথিবী তুমুল বিষ্ময়ে দেখবে দুটি মনের নৈস্বর্গিক উষ্ণতা
ভেবেছিলাম
দু জন মিলে সমুদ্রের নি: শব্দ থেরাপি নেবো
তাঁর সাথে আমার আর সমুদ্র দেখা হলো না ।
ভেবেছিলাম
সকালের আহ্লাদী রোদে সেই করে শৈশবের ডানা ঝাপটাবো
একদিন হঠাৎ বৃষ্টির ধাওয়া খেয়ে উদ্দাম উন্মাতাল অরণ্যে উন্মুক্ত হবো
ভেবেছিলাম
যৌবনের টান টান মাদকতা সঙ্গী করে ছুটে যাবো ঘাসের দিকে নদীর দিকে আলোর দিকে
আমার আর নির্ঘুম বোহেমিয়ান হওয়া হলো না।
ভেবেছিলাম
শতভাগ শুদ্ধ প্রার্থনায় দোআয় ভালোবাসায় আমাদের কষ্টার্জিত কবিতাগুলো বুক আগলে রাখবো
ভেবেছিলাম
একদিন কবিতার দুর্গম মরুভূমি ফুল- ফলে মণি-মুক্তায় ভরে দেবো
আমার আর লেখা হলো না।
ভেবেছিলাম
দায় দরদ দ্বায়িত্ব নিয়ে পরিত্রাণহীন মানুষের উদ্বেগ ও উৎকণ্ঠা মুছে দিবো
শরীর ও আবেগের সমস্ত নি:সরণ দিয়ে রক্ত রাংগা বিজয় এনে দেবো
ভেবেছিলাম
ভালোবাসার পরম চাদরে মুড়ে দিবো এই সহিংস নগরী
ভেবেছিলাম
পোড়া এই নগরীর শেষ প্রান্তে দ্রোহের দীপশিখা হাতে নিয়ে দাঁড়িয়ে যাবো
ভেবেছিলাম
একদিন এই পৃথিবীর সমস্ত চোখ রাংগানী পানি করে দিবো
ওরা আমাকে বাঁচতেই দিলো না…
©somewhere in net ltd.