| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুদ রানা শাহীন
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
আমি তো থাকতে ই চেয়েছি
ওরাই ছিলো আমার নিরাপত্তা আমার শেষ ঠিকানা
সুযোগ থাকা সত্ত্বেও কোন নয়া বন্দোবস্তে সাবস্ক্রাইব করিনি
জানতাম না মানুষের মুখের আর মনের কথা এক না
আমি জানি আমি প্রতারক ছিলাম না।
আমি তো লড়তে ই চেয়েছি
সাদা ভাতের সুখ মাটি করে যুদ্ধের আগুন নেভাতে গিয়েছি
চেয়েছি তরবারি নয় গোলাপ দিয়ে সংঘর্ষ থামাতে
চেষ্টার একটা অক্ষরও বাদ রাখিনি হাহাকারের প্রতিধ্বনি বন্ধ করতে
আমি জানি আমি ভীতু ছিলাম না।
আমি তো সরিষার হলুদ ই হতে চেয়ছি
শীতস্তব্ধ কুয়াশায় রৌদ্রজ্জ্বল শিলার মত ফুটে থাকতে চেয়েছি
চেয়েছি রৌদ্রদগ্ধ শুদ্ধ আলোয় প্রতিদিন নিজের গা ধোঁয়াতে
আমি তো প্রকৃতির ই ছেলে আমার তো ইট পাথর ভালো লাগবে না
আমি জানি আমি যান্ত্রিক ছিলাম না।
আমি তো খুব অল্পতে ই ভালো থাকতে চেয়েছি
সম্পন্ন ফসলের চেয়ে অপুষ্ট চিটা নিয়ে তুষ্ট থেকেছি
চেয়েছি নিজের ভেতরে চলতে থাকা অবিরাম বাক্যের নদীটা চেপে ই থাকুক
চেয়েছি কারো রাতের ঘুমটা নষ্ট না করতে
আমি জানি আমি ভুল ছিলাম না
২|
০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩১
বাকপ্রবাস বলেছেন: সুন্দর