নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি আমার কেন..... পাখির মত মন....

মাসুক আহমেদ

আমি অসাধারণ এই পৃথিবীতে একজন সাধারণ হয়ে থাকতে চাই.... এবং কেনো জানি সাধারণ হয়ে থাকাটা বেশ কষ্টকর।

মাসুক আহমেদ › বিস্তারিত পোস্টঃ

উগান্ডায় নয়মাস (পর্ব ১)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০২

হঠাৎ হাততালির আওয়াজে ঘুম থেকে উঠে পড়লাম, জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখি আমাকে বহনকারী বিমানটি একটি বিশাল জলরাশরি উপর দিয়ে ছুটে চলেছে, আর পাইলটের ককপিট থেকে ঘোষনা আসছে, Dear Passengers, please fasten your seat belt we are now about to landing on Entebbe International Airport...... যাক এতক্ষনে হাততালির কারণটা জানতে পারলাম। আমরা এখন ল্যান্ড করছি বিখ্যাত এনটেবে এয়ারপোটর্ে, তা নাহয় বুঝলাম কিন্তু আমরা পানির উপরে কেনো? যাক আমার আশঙ্কা থেকেই বাচাতে কি না জানিনা, দেখলাম বিমানটি একটি পাকা রাস্তার উপর ল্যান্ড করেছে। পাশের যাত্রি থেকে জানতে পারলাম, যে জলরাশি দেখে আমার ঘুম ভেঙেছে, তার নাম লেক ভিক্টোরিয়া.......



আচ্ছা এবার একটু পেছনে তাকানো যাক, আমার যাত্রা শুরু হয়েছিলো ১৭ই মে সন্ধ্যায় ঢাকা থেকে, মধ্যেখানে ১৮ই মে দুবাই এয়ারপোর্টে প্রায় ৮ ঘন্টার যাত্রাবিরতী শেষে আবারো বিমানে ওঠা এবং তার পরবর্তি ঘটনা তো আগেই বলেছি। আর কি করতে এসেছি এখানে? আমি এখানে এসেছি একটি এন.জি.ও এর হয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে, আপাতত আমার গন্তব্যস্থল উগান্ডার রাজধানীর একটি হোটেলে, যেখানে আমার নামে একটি রুম বুক করা আছে। আবার পেছনে তাকানো যাক, আমার এখানে আসার ভিসা ছিলোনা, কারণ এই দেশে আসার জন্য পোর্ট এন্ট্রি ভিসা দেয়া হয়, যা এনটেবে থেকেই নিতে হয়। তো আমাদের ঢাকার কাস্টমস অফিসাররা আমাকে ছাড়পত্র দিতে বেশ গড়িমসি করছিলেন যেহেতু আমার ভিসা নেই। এজন্য অবশ্য পরবর্তীতে আমার কাগজ পত্র দেখে ছাড়পত্র দিয়েছিলেন। যাইহোক এরপর আর তেমন একটা ঝামেলা হয়নি। দুবাই নেমে মনে হয়েছে দেশের বাইরে আরেকটি দেশে এসে পড়লাম নাকি? কারন চারিদিকে বাঙালি আর বাঙালি। কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ ওয়াশরুম পরিস্কার করছে, কেউ আবার ইনফর্মেশন বক্সে বসে আছে। বাহ ভালোই তো!



তো এরকম সাতপাচ ভাবছিলাম আর এয়ারপোর্টের গাড়িটি আমাকে নিয়ে যাচ্ছিলো আমার হোটেল। শেষ বিকেলের আলোয় দেখছিলাম কামপালা শহর আর তার ব্যাস্ততা.....



এভাবেই হোটেলে পৌছে বাসায় খবর দিয়ে ঘুমিয়ে পড়লাম.....



(ক্রমশ...)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরো একটু লিখলে ভালো লাগত, সাথে যদি ছবি দিতেন তাহলে পোষ্টটা অনেক সুন্দর হত। :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

মাসুক আহমেদ বলেছেন: জ্বি ভাই মাত্র শুরু করলাম, এরপর থেকে ছবি দেয়ার চেষ্টা করব।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছবিসহ পরের পর্বের অপেক্ষায়!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

মাসুক আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই, চেষ্টা করছি তাড়াতাড়ি দেয়ার

৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:১৬

েবনিটগ বলেছেন: apni ki shanti rokhkhi bahinte achen? Uganday misssion e achen?

১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

মাসুক আহমেদ বলেছেন: না ভাই আমি একটি এন.জি.ও তে কর্মরত আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.