![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্য নিরাপদ ইটারনেট, এই মূল মন্ত্রকে নিয়েই আমার ব্লগিং এবং পথচলা।
আসসালামু আলাইকুম প্রিয় ব্লুগার ভাই বোন ও বন্ধুগণ আমি আজকে বেবিকর্ন চাষ সম্পর্কীয় কিছু তথ্য লিখব।
আপনাদের জাদের সমর্থ আছে তারা আর ঘড়ে বসে না থেকে কিছু করে খান। যা বেকারত্ব দুর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বেবিকর্ন চাষ করতে আপনার খরচ হতে পারেঃ৮০০০ টাকা =আট হাজার) থেকে ১০০০০ টাকা (দশ হাজার) টাকা পর্যন্ত
বেবিকর্ন চাষ বিক্রয় ও সম্ভাব্য লাভঃ
প্রতি বিঘা জমিতে ১ টন থেকে ১
হাজার ২০০ কেজি বেবিকর্ন উৎপাদন
হতে পারে। প্রতিটি বেবিকর্ন ২
টাকা হলে এবং প্রতি কেজিতে ১৫-২০টি হলে বিঘাপ্রতি ৩০
হাজার টাকার বেবিকর্ন
বিক্রি করা সম্ভব। সব খরচ বাদ
দিয়ে আড়াই মাসে ১
বিঘা জমি থেকে ২০-২৫ হাজার
টাকা আয় করা সম্ভব ইংশা আল্লাহ।
বেবিকর্ন চাষের সুবিধাঃ
বেবিকর্ণ এক ধরণের সবজী। এ ব্যবসার
প্রধান সুবিধা হলো এর চাহিদা প্রচুর
এবং এই অনুপাতে উৎপাদন কম
বলে এটি লাভজনক ব্যবসা।
দেশে প্রতিনিয়ত নানাভাবে ব্যবহৃত
হচ্ছে বেবিকর্ন। উৎপাদনের
চেয়ে চাহিদার পরিমাণ
বেশি হওয়াতে এ ব্যবসা বেশ লাভজনক।
প্রয়োজন যা: বেবিকর্নের বীজ, গোবর, ইউরিয়া,
টিএসপি, এমপি, জিপসাম।
বেবিকর্ন চাষের প্রস্তুত প্রণালিঃ
প্রথমেই চাষের জমি ঠিক করতে হবে।
মাটি রসালো ও
ঝরঝরে হলে প্রতি বিঘা জমিতে ৫-৬
কেজি বীজই যথেষ্ট।
সারি থেকে সারির দূরত্ব ৩০ ইঞ্চি ও
বীজ থেকে বীজের দূরত্ব ৮-১০
ইঞ্চি হবে। প্রতি বিঘাতে ৫০
কেজি গোবর, ৭৫ কেজি ইউরিয়া,
টিএসপি ৪০ কেজি, এমপি ৪০ কেজি ও
জিপসাম ২৫ কেজি দিতে হবে।
বেবিকর্নের পরাগায়নের দরকার হয়
না বলে গাছের বয়স ৪০-৪৫ দিন
হলে গাছের মাঝখান থেকে পুরুষ ফুল
তুলে নিতে হবে। বীজ বপনের ৬০-৭০
দিন পর ফসল সংগ্রহ করা যাবে।
বেবিকর্নের মোচার কোসা ২
ইঞ্চি পরিমাণ লম্বা হলে ফসল সংগ্রহ
করার উত্তম সময়।
বেবিকর্ন বাজারজাতকরণঃ
চায়নিজ রেস্টুরেন্ট,
পাঁচতারা হোটেল, ফাস্টফুডগুলো এ
ব্যবসার প্রধান ভোক্তা। এ ছাড়া সুপার
শপগুলোতেও এর প্রচুর চাহিদা রয়েছে।
যোগ্যতা: উৎপাদন পদ্ধতি এবং পরিচর্যা জ্ঞান
ছাড়া আর কোনো যোগ্যতার প্রয়োজন
নেই। আগ্রহীরা বেবিকর্ণ এর বীজ
সংগ্রহহের জন্য আপনার
পাশ্ববর্তী ব্রাক, কৃষি অধিদপ্তর এর
সাথে যোগাযোগ করুন।
ঢাকা খামারবাড়িতে অবস্থিত
কৃষি খামারের সাথেও যোগাযোগ
করতে পারেন।
(চলবে)
২| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১১
মোঃমাসুম বিল্লাহ বলেছেন: আরে মিয়া জমি থাকলে করবেন।
না থাকলে জমি শুনকারালি নিবেন ১বছরের জন্য ৪হাজার টাকা দিয়ে। জাতে অন্য ফসলও করা জাবে।
অন্য ৮মমাস ধান করতে পারবেন বা এই ৮মাসেউ আপনি নিওমিত বেবিকর্ন চাষ করতে পারবেন। একবার করেই দেখুন।
কাইন্ডলি গঠন মূলক সমালোচনা করুন জাতে সবার উপকার হয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। @খেলাঘর।
৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪
জলপাই আলম বলেছেন: বেবী কর্ণ কি গরম কিম্বা সারা বছর চাষ করা যায় ?
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮
খেলাঘর বলেছেন:
জমিটা কি আপনি দেবেন?