নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

হাঁসের গোস্ত (রম্য কবিতা)

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৪

ছবি : ইন্টারনেট

ওমা , এ যে হাঁস ,
বত্তা নাকি জ্যাতা ?
কইলাম জবাই করে মারা।
বিয়াই কয় , খাই না খাই না।
মনে মনে কইলাম ,
হাঁস না খাইয়া যাইবা কই
আমি যে তোমার বিয়াই হই।
কালা কড়াই , নারে চারে ,
ভিতরে কি বারে ?
হাঁস নাকি হাঁসি
আমি ফেলফেলাইয়া হাসি।

সাথে দিলাম মশলা ,
জিরা , লঙ্কা , ধনিয়া ।
জয়ফল , জয়ত্রী, লবঙ্গ ,
বিয়াই দেয় মনে মনে সঙ্গ।
মাটির চুলার জ্বাল ,
সাথে চুই ঝাল,
সরগরম হইলো বেশ ,
যখন রান্না হইলো শেষ।

শুকনো জিব্বায় পানি চইলা আইলো ,
অমুকের মাও, তমুকের ছাও ,
পেলেট লইয়া আইলো।
কি বিশ্রী কারবার ,
সব হইলো ছারখার।
বিয়াই দেখি হাত চাটে ,
কয় , আর একটু কি আছে ?

আমি অবাক হয়ে কই ,
বিয়াই নাকি খায়না এই হাঁসে?
ধুরু , পাগল।
সেইটা তো কইছি মনের ভুলে।
হায় হায় , মোর হাঁসের গোস্ত গেলো কই, সখা ?
মুখ জুড়ে আমার কড়াইয়ের কালো কালি মাখা।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা হা
বিয়াই চেটেপুটে খাইয়া ফালাইছে
েআবার রান্না করেন আমরা আসতেছি

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩০

মায়াস্পর্শ বলেছেন: চলে আসুন। ঝাল বেশি হবে কিন্তু।
অনেক ধন্যবাদ পড়ার জন্য।

২| ২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৯

মিরোরডডল বলেছেন:





মোটামুটি হয়েছে।
হয় রম্য হয়নি অথবা আমি সেভাবে বুঝিনি :(


২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৫

মায়াস্পর্শ বলেছেন: রম্য লেখার চেষ্টা করেছি। কখনো লেখা হয়নি। ১০ মিনিটে লিখে ফেলেছি তাই হয়তো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারিনি
আমার কাছের কয়েকজন হাঁসের গোস্ত খায় না , নাক সিটকায়। কিন্তু এবার রান্নার পর আর না খেয়ে থাকতে পারেনি। যথেষ্ট পরিমানে রানা হয়েছিল , তারপরও কম পড়েছে।

৩| ২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২০

মিরোরডডল বলেছেন:




বত্তা মানে কি?

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৮

মায়াস্পর্শ বলেছেন: বত্তা বা জ্যাতা , দুটোর মানেই জীবিত।
আঞ্চলিক শব্দ।

৪| ২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৬

মিরোরডডল বলেছেন:




কোন অঞ্চল?

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫০

মায়াস্পর্শ বলেছেন: উত্তরবঙ্গ

৫| ২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৮

মিরোরডডল বলেছেন:




চালের রুটি দিয়ে হাঁসের মাংস অনেক মজা।

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫১

মায়াস্পর্শ বলেছেন: অনেক মজা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.