![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
....
বছর তিনেক পর শর্মিলা এক পুত্রসন্তানের জননী হল। নাম রাখা হল শুভম। পরের বছর এক কন্যাসন্তান জন্মাতেই বাড়িতে বইল খুশির হাওয়া । কিন্তু সবেমাত্র পেরিয়েছে এক মাস । এক শীতের বেলা। মেয়েকে খাইয়েদাইয়ে তার জন্য বানানো ছোট্ট নতুন লেপ দিয়ে ভালো করে ঢেকে ঘুম পাড়িয়ে শর্মি গেল রান্নাঘরে । হয়ত আধ ঘণ্টা পরেই তার ঘুম ভেঙে গিয়েছিল আর নতুন পৃথিবী দেখার আনন্দে ছোট্ট ছোট্ট হাত পা ছুঁড়ে শুরু করেছিল খেলা। ঐ নরম পায়ের জোরে সচল বস্তুর মতো শরীর থেকে সরতে শুরু করেছিল লেপ আর যখন সেটা থামল তখন তার নিচে আর একটা সচল বস্তু পরিণত হলো অচল বস্তুতে। শর্মির আর্তনাদে কেঁপে উঠল বাড়ি । পরের কয়েক দিন প্রায় অবচেতন অবস্থায় আত্মীয়স্বজন আর পাড়াপড়শি পরিবেষ্টিত হয়ে রইলো সে। দিন কেটে যায় । পর পর দু বছরে তার কোলে এল শিবেশ আর সত্যম। এর পরের পাঁচ বছরের মধ্যে সলিল আর স্বরূপকে পেয়ে শর্মি হল পঞ্চ পুত্রের জননী। সকলেই স্কুলে যায় । মনোযোগী বড়ো আর সেজো। বাকি তিনজনের একেবারেই পড়াশোনায় মন নেই । তবে সবচেয়ে দুষ্টু মেজো শিবেশ । শর্মির খুব খারাপ লাগে । সুতরাং সবাইকে একসাথে পড়ানোর জন্য নিযুক্ত করা হল একজন গৃহশিক্ষক ।
....ক্রমশঃ
©somewhere in net ltd.