নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য আকাশ

...আমি আকাশ..আমি একজন সাধারণ মানুষ..লিখালিখি করতে পারিনা তবে অনেক ইচ্ছা আছে জীবনে কিছু লিখার...

অদৃশ্য আকাশ › বিস্তারিত পোস্টঃ

★★ভালবাসার কথা প্রকাশ★★

২৬ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৩

...ভালবাসা এবং একটি পাখির মধ্যে অনেক মিল...
...একটি খাঁচায় বন্দি পাখি সবসময় স্বপ্ন দেখে সে ঐ নীল আকাশে ডানা মেলে মন ভরে উড়বে এবং গান গাইবে..খাঁচার ভেতর বসেই সে ঐ নীল পানে চেয়ে স্বপ্ন দেখে...
...তাকে যতই ভাল খাবার দেয়া হোক না কেন সে তাতে শান্তি পাবেনা..সে নীল আকাশে মুক্ত হওয়ার আশায় প্রহর গুনে...
...কিন্তু তার এই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে যদি সে খাঁচা থেকে মুক্ত না হতে পারে...
...তেমনি প্রতিটি মানুষ তার ভালবাসার মানুষ কে নিয়ে স্বপ্ন দেখে যায় দিনের পর দিন..কাউকে ভালবাসলে সেই কথা তাকে না জানিয়ে মনের মধ্যে চেপে রাখা মূল্যহীন..কাউকে ভালবেসে সে শুধু স্বপ্নই দেখে যেতে পারবে কিন্তু তা বাস্তবে রূপান্তরিত করতে পারবেনা..আর ভালবাসার কথা না বলে মনের মধ্যে চেপে রাখাটা অনেক কষ্টের...
...তাই এরকম স্বপ্ন না দেখে ভালবাসার মানুষ কে তার মনের কথা জানিয়ে দেয়া উচিত..নাহয় এই না বলা কথার কষ্ট তাকে ধুকিয়ে ধুকিয়ে শেষ করে ফেলে..তাই কাউকে ভালবাসলে যথাসম্ভব দ্রুত তাকে বলে দেয়া উচিত...
...সেই প্রপোজাল টা প্রেম করার উদ্দ্যেশে না হলেও যাস্ট তার মনের কথা জানিয়ে রাখা হিসেবেও হতে পারে..কাউকে ভালবেসে বন্ধু হিসেবে থেকে তার সামনে কষ্টকে চেপে রেখে একটু মিথ্যে হাসি দেয়া যে কতোটা কষ্টের সেটা শুধুমাত্র সে নিজেই উপলব্ধি করতে পারে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.