নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য আকাশ

...আমি আকাশ..আমি একজন সাধারণ মানুষ..লিখালিখি করতে পারিনা তবে অনেক ইচ্ছা আছে জীবনে কিছু লিখার...

অদৃশ্য আকাশ › বিস্তারিত পোস্টঃ

★জলসা এবং ★প্লাস এর প্রভাব

২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪০

আমি একজন নতুন মুখ এই সাইট এ সুতরাং
ভুল-ত্রুটি মাফ করবেন।

'স্টার জলসা' এবং 'স্টার প্লাস'
বাংলাদেশের দুটি ঐতিহ্য বল্লেই
চলে বরং ঐতিহ্যর চেয়েও বেশি
কিছু।। বর্তমানে আমাদের দেশের
নারী রা হয়ত একদিন খাবার না
খেয়ে থাকতে পারে কিন্তু
সিরিয়াল না দেখে থাকতেই
পারবে না।। মাঝে মাঝে তো
আমার কাছে মনে হয় সিরিয়াল
দেখা টা মেয়েদের কাছে
মৌলিক চাহিদার মধ্যকার একটি
চাহিদা।। কেননা সব কিছুর আগে
তারা সিরিয়াল কে রাখে।। মূলত
সন্ধ্যার পর থেকেই তাদের
সিরিয়াল শুরু হয় এবং তা শেষ হতে
হতে প্রায় অনেক রাত।। এর মধ্যে সবটুকু
সময় তারা টিভি সিরিয়াল এর
পেছনেই নষ্ট করে।। কথা হল বিনোদন
সবার ই কম বেশি থাকা উচিত তাই
বইলা সেটা দ্বারা প্রতিদিন এতো
সময় নষ্ট করা হলে তার নাম আর
বিনোদন থাকে না।। সেটা তখন বদ
অভ্যাস এ পরিণত হয়।। শুধু সময় নয় এর
দ্বারা নিজের সন্তান দের
ভবিষ্যতের ও ক্ষতি হয়।। কারণ বাসায়
সন্ধ্যার পর যখন সন্তান কে পড়ার
টেবিলে বসিয়ে মা যখন অন্য রুমে
সিরিয়াল নিয়ে ব্যাস্ত থাকে তখন
সন্তান এর পড়ার কোনো খেয়াল ই
থাকেনা তার।। এছাড়া ও এই
সিরিয়াল থেকে মেয়েরা অনেক
খারাপ শিক্ষা ও নেয়।। যেমন : এসব
সিরিয়ালে (বহু বিবাহ, আলাদা
সংসার, শ্বশুর-শ্বাশুরি দের সাথে
খারাপ ব্যাবহার, পরিবারের একেক
জনের প্রতি হিংসা-বিদ্বেস
ইত্যাদি।। যা কিনা আস্তে আস্তে
তাদের ব্রেইন এ ঢুকে এবং
পরবর্তিতে তা বাস্তব জীবনে ঘটে।।
এর ফলে পরিবারে শুরু হয় ঝগড়া-
বিশৃঙ্খলা, নষ্ট হয়ে যায় সুখের
সংসার, নষ্ট হয়ে যায় সম্পর্ক।। এখন
কাজের কথায় আসা যাক, এই টিভি
চ্যানেল গুলো দ্বারা যখন অপকার ই
হচ্ছে তাহলে এই চ্যানেল গুলো
বাংলাদেশে বন্ধ করা হচ্ছেনা
কেন??? তাহলে কি আমরা ধরে নেব
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও এই
নেশায় আসক্ত??? নাকি নিজেদের
ঐতিহ্য কে বাদ দিয়ে ভারতীয় এই
সিরিয়াল গুলো কে নিজেদের
ঐতিহ্য হিসেবে ধরে রাখতে???
এটা আমার শুধু নয় হাজারো মানুষের
প্রশ্ন।।
...........ধন্যবাদ...........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.