![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-: হ্যালো, আকাশ কোথায় তুমি?
-: জ্যাম এ পড়ে আছি বেবি। আর ৫
মিনিট ওয়েট করো প্লিজ।
-: এক ঘন্টা যাবত বসে আছি আর কতো
ওয়েট করবো?
-: আর একটু ওয়েট করো প্লিজ।
:- হ্যা, আমি তো ওয়েট করবই। সব
ঠ্যাকা তো আমার একার পরছে
তাইনা?
-: প্লিজ বেবি রাগ করেনা। জ্যাম
থাকলে আমি কি করবো বলো!!!
-: তোমার কিচ্ছু করা লাগবে না।
যা করার আজ আমিই করবো ,তুমি আজ
এসেই দেখো। বাই ।
..টুট টুট...
...আধা ঘন্টা পর আকাশ গন্তব্য
স্থানে এসে পৌছলো। মনে মনে
ভাবতেছে আজ না জানি কতো কথা
শুনতে হয়। তা আর নতুন কি, এসব তো
আকাশের প্রতিদিন এর রুটিন হয়ে
গেছে। ৬ মাসের রিলেশন আকাশ এবং
মেঘলার। এর মধ্যে যেদিন ই
দেখা করতে যাওয়ার
কথা সেদিন ই আকাশ পৌছতে দেরি
করবেই। যাই হোক সে তার গন্তব্য
স্থানে এসে মেঘলা কে পেছন
থেকে দেখতে পেল। মেঘলা
আকাশের পছন্দের নীল রঙের শাড়ি
পরে সেই
বকুল গাছের নিচে বসে প্রহর গুনছে।
আকাশ হঠাত পিছন থেকে
মেঘলার চোখ ধরলো । সাথে সাথেই
হাত টা কে এক ঝারি দিয়ে আকাশ
কে এক প্রকার টেনে হিচড়েই সামনে
নিয়ে আসলো মেঘলা এবং বললো:-
-: এই তোমার ৫ মিনিট?
-: সরি বেবি রাস্তায় প্রচুর জ্যাম
ছিলো।
-: সব জ্যাম তো তোমার একার ই।
-: আচ্ছা সরি তো। এই কান ধরলাম আর
হবেনা এমন।
-: মনে থাকে যেনো।
-: জো হুকুম মহারানী।
-: হুহ। আসছে আমার মাথামোটা
মহারাজা।
-: কি? আমি মাথামোটা?
-: আজ্ঞে হ্যা। হিহিহি
...হঠাত একটা শিশু ছেলের ডাকে
আকাশ
কল্পনার
রাজ্য থেকে ফিরে আসলো বাস্তব
জীবনে। একটি শিশু হাতে কয়েকটা
লাল গোলাপ নিয়ে বলতে লাগলো:-
-: ভাইজান, ফুল নিবেন? ফুল?
আকাশ কিছুক্ষণ ছেলেটার দিকে
অপলক দৃষ্টিতে তাকিয়ে পরে
মাথা নেড়ে 'না' উত্তর দিলো।
ছেলেটা চলে গেলো এবং আকাশ
মনে মনে ভাবতে লাগলো ফুল নিয়ে
কি করবে সে? কার জন্যই বা নিবে?
ভাবতে
ভাবতেই আবার কল্পনার জগতে
হারিয়ে গেল...
৩ মাস আগের কথা::-
...আজ আকাশের জন্মদিন। আগের
থেকেই
প্লান ছিলো আজ মেঘলা এবং আকাশ
সেই বকুল গাছের নিচে দেখা করবে।
আজ দেরি করলে চলবে না এই ভেবেই
আকাশ বিকেল এ বেরিয়ে পরলো
বাসা থেকে। সে গন্তব্য স্থানে
গিয়ে কিছুটা আশ্চর্য হলো কারণ
আজ মেঘলা নেই। মনে মনে ভাবলো
আজ মেঘলা কে চমকে দেয়া যাবে
কারণ এই প্রথম সে মেঘলার আগে
এসে পৌছতে পেরেছে।
মনে এক অন্যরকম খুশি নিয়ে বসে
আছে মেঘলার অপেক্ষায়। কিন্তু
নাহ মেঘলা আজ বড্ড বেশি দেরি
করে ফেলছে, এ ভেবেই মেঘলা কে কল
করে। বাট আশ্চর্য ফোন টা
সুইচ অফ। অনেকবার চেষ্টা করার
পরেও
সেই সুইচ অফ। এদিকে সন্ধ্যা ও
গড়িয়ে
এলো। তাই
হতাশ মনে একা একা বাসার দিকে
হাটতে শুরু
করলো...
...এমন সময় হঠাত একটি অপরিচিত
নাম্বার
থেকে কল আসলো আকাশ এর
মোবাইলে। নাম্বার টি ভালভাবে
দেখার পর বুঝতে পারলো নাম্বার
টা আসলে অপরিচিত না। এতো
মেঘলার
ফ্রেন্ড বৃষ্টির নাম্বার।
অনেকবার এই নাম্বার দিয়ে কল ও
করেছে মেঘলা। আর কিছু না ভেবে
কল টা রিসিভ করতেই যা শুনলো
তারপর আর আকাশ নিজ পায়ের উপর ভর
করে দাড়িয়ে থাকতে পারলো না।
হাটু গেড়ে বসে পরলো মাটিতে।
তার
মাথার উপর যেন পুরো আকাশ টাই
ভেঙে পড়লো। নিজের কান কে
বিশ্বাস করতে
পারছিল না। আর সে কিভাবে
মন কে বিশ্বাস করাবে যে মেঘলা
আজ
একটি সড়ক দূর্ঘটনায় পৃথিবীর মায়া
ছেড়ে চলে গেছে অনেক দূরে। চলে
গেছে না ফেরার দেশে...
...ভাবতে ভাবতেই আবার বাস্তব
জীবনে
ফিরে এলো আকাশ। চোখের এক
কোণায়
কয়েক ফোটা জলের অস্তিত্ব
লক্ষ্য
করতে পারলো সে।
নাহ প্রতিদিন এর মতো আজ আর
ভালো লাগছে না বসে থাকতে এই
বকুল গাছ তলায়। ভালো লাগবেই বা
কেন , প্রতিদিন এর মতো সাধারণ
একটি দিন তো আজ না। হ্যা, আজ
# মেঘলার_জন্মদিন । কেন যেনো আজ
আকাশের ইচ্ছে করছে কোনো এক দূর
অজানায় হারিয়ে যেতে। সেই
উদ্দেশ্যেই উঠে দাঁড়ালো এবং
আপন মনে গোধূলিময় বিকেলে
হাটতে লাগলো। হঠাত নীল আকাশের
বুক চিরে বৃষ্টি নেমে বোধয়
তাকে
বাধা দেয়ার চেষ্টাই
হচ্ছিলো। তাই তো হঠাত থমকে
দাঁড়ালো আকাশ এবং চোখ বুজে
দুহাত
মেলে বৃষ্টি কে উপলব্ধি করতে
লাগলো। হঠাত আকাশ তার
হাতে কারো নরম স্নিগ্ধ স্পর্শ
অনুভব করতে পারলো। স্পর্শ টা
অনেক চেনা মনে হতেই সে চোখ
মেলে তাকালো
সেই মানুষ টির দিকে। হ্যা, সে আর
কেউ নয় , সে আকাশের স্বপ্নের
রাজ্যের রাণী "মেঘলা"। হয়তো
আকাশের এই বৃষ্টি ভেজা
বিকেলের পথ চলার সাথী হিসেবে
মেঘলার কল্পনা তার হাত ধরেছে।
আর সেই হাতে হাত রেখেই আকাশ
বাকি পথ টুকু চলতে শুরু করলো...
২| ০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৬
কপিল দেব বিশ্বাস বলেছেন: আবেগ আর ভালবাসার মিশ্রিত ধাঁচের ।
ভাল লাগল কবি !!
৩| ০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৮
কম্পমান বলেছেন: ভালো লাগলো
৪| ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৮
অদৃশ্য আকাশ বলেছেন: ধন্যবাদ সবাই কে।
৫| ১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০১
বর্ণিল হিমু বলেছেন: আকাশ নামটা কিন্তু আমার...... তাই ভালো লাগলো
৬| ১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০২
বর্ণিল হিমু বলেছেন: আকাশ নামটা কিন্তু আমার...... তাই ভালো লাগলো
৭| ১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৩
আরণ্যক রাখাল বলেছেন: গল্প ভালো হয়নি। শুধু আবেগ দিয়ে লেখা হয়না।
বাস্তবতা বর্জিত। লেখার স্টাইলও বাজে।
ভালো কিছু লিখুন
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৬
আমি সৈকত বলছি বলেছেন: অনেক সুন্দর ভাবাবেগ এর গল্প।
ভালো লাগলো